shono
Advertisement
Sasurbari Zindabad Re-release

'চোখ তুলে দেখো না কে এসেছে', ফের বড়পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', আবেগপ্রবণ প্রসেনজিৎ-ঋতুপর্ণা

২৫ বছর বাদে ফের আসছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। কী বলছেন ব্লকবাস্টার জুটি?
Published By: Sandipta BhanjaPosted: 01:26 PM May 23, 2025Updated: 02:34 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'চোখ তুলে দেখো না কে এসেছে...', আড়াই দশক বাদে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। চব্বিশ সালের গোড়া থেকেই ভারতীয় বিনোদুনিয়ায় পুরনো সব ব্লকবাস্টার সিনেমাগুলিকে নতুন করে রিলিজ করার হিড়িক শুরু হয়েছে। বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? অতঃপর শুভ সূচনা হল 'ইন্ডাস্ট্রি'র সিনেমা দিয়েই। পঁচিশ বছর বাদে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির সুপারহিট সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'।

Advertisement

২০০০ সাল। বাংলা সিনেমার পর্দায় ঝড় তুলে দিয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। বুম্বা-ঋতুর জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরাও। উত্তম-সুচিত্রা পরবর্তী অধ্যায়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরাধিকার জুটির খেতাব জিতে নিয়েছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। অতঃপর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবিটির নতুন করে প্রেক্ষাগৃহ সফর নিয়ে যে সিনেপোকাদের আলাদা উন্মাদনা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ দু দশক পেরিয়ে 'চোখ তুলে দেখো না কে এসেছে...' গানটি আজও ততোটাই দর্শক-শ্রোতাদের প্রিয়। সিনেমার রি রিলিজে নস্ট্যালজিক তারকাজুটি। বুম্বা-ঋতু দুজনেই ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে। নতুন করে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' মুক্তি পাওয়ার খবর শুনে কী বলছেন তাঁরা?

প্রসেনজিতের মন্তব্য, "আমার কাছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' শুধু একটি সিনেমা নয়, এটা ছিল বাংলা বাণিজ্যিক ছবির একটা টার্নিং পয়েন্ট। ২৫ বছর পর এই ছবিকে ফের প্রেক্ষাগৃহে ফিরতে দেখায় যতটা আবেগপ্রবণ, ততটাই রোমাঞ্চিত আমি। জুটি হিসেবে ঋতুপর্ণা এবং আমার জন্য একটি দারুণ যাত্রার সূচনা করেছিল এই ছবি। আশা করি, নতুন প্রজন্মও সেই ম্যাজিকটা উপভোগ করতে পারবে।" আর ঋতুপর্ণা কী বলছেন? অভিনেত্রীর মন্তব্য, "'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবিটি আমার জীবন বদলে দিয়েছে।
এই ছবিটি দর্শকদের সঙ্গে যেরকম সংযোগস্থাপন করতে পেরেছিল, এবং দর্শকরাও যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, সেটা সত্যিই বড় প্রাপ্তি ছিল। বড়পর্দায় আবারও 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর মুক্তি পাওয়াটা বাংলা সিনেমার একটি সুন্দর অধ্যায়ের ফিরিয়ে আনার মতো। যা কিনা রং-রোমান্সে পরিপূর্ণ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আড়াই দশক বাদে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'।
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির সুপারহিট সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'।
  • সিনেমার রি রিলিজে নস্ট্যালজিক তারকাজুটি।
Advertisement