shono
Advertisement
Huma Qureshi

'সোশাল মিডিয়া হোক বা পথে-ঘাটে', শ্লীলতাহানিতে কড়া শাস্তির বার্তা হুমার

'মহারানি'কে সমর্থন করেছেন সিংহভাগ নেটিজেন।
Published By: Sayani SenPosted: 09:29 PM Nov 23, 2025Updated: 09:29 PM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় এখন প্রায় সকলেই খুব ব্যস্ত থাকেন। তারকারা আরও বেশি সক্রিয়। তাঁদের জীবনের নানা আপডেট সোশাল মিডিয়ায় নজর রাখলেই পাওয়া যায়। তা দেখে খুশি হন অনুরাগীরা। তবে নিন্দুকরা আবার সেসব আপডেট নিয়ে কুমন্তব্য করতে ব্যস্ত। তাই তো নিত্যদিন সোশাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের শিকার হতে হয় তারকাদের। বহু তারকা সরব হলেও লাভ হয়নি কিছুই। এবার সেসব সমালোচকদের বিরুদ্ধে গর্জে উঠলেন 'মহারানি' হুমা কুরেশি।

তাঁর কথায়, "সোশাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করার মন্তব্য করেন। আবার পোস্ট করলে লেখেন, কী করছেন এসব? এগুলো যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। আমার মতে মহিলাদের রাস্তাঘাটে কুমন্তব্য করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশাল মিডিয়ার ক্ষেত্রে একই শাস্তি হওয়া উচিত। কোনও তফাৎ থাকাই উচিত নয়। আপনি আমার মেসেজে অশ্লীল ছবি, কুমন্তব্য করলে আপনারও শাস্তি পাওয়া উচিত। আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই, মহিলারা কী পরে বাইরে বেরচ্ছেন, তাঁদের মেক আপ, তাঁদের জীবনশৈলী, তাঁদের কাজ, রাতে কখন বাড়ি ফিরছেন- এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন।" হুমার এই মন্তব্যকে সমর্থন করেছেন প্রায় বেশিরভাগ মহিলা। পুরুষমহলেও অবশ্য এই মন্তব্যের সমর্থনকারীর সংখ্যা মোটেও কম নয়। সত্যিই তো যেকোনভাবেই শ্লীলতাহানি অত্যন্ত নিন্দনীয় কাজ। তাই যারা এই কাজ করে তাদের কড়া শাস্তি পাওয়া উচিত বলেই মনে করেন নেটিজেনরা।

Advertisement

বলে রাখা ভালো, বর্তমানে হুমার কেরিয়ার বেশ তুঙ্গে। 'দিল্লি ক্রাইম ৩' এবং 'মহারানি ৪' সিরিজে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। আরব সাগরের আশেপাশে হালকা হাওয়ায় নাকি তাঁর প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। বি-টাউনের কেউ কেউ বলছেন, ‘মহারানি’র মন নাকি আর তাঁর কাছে নেই। সে মন চুরি করেছেন রচিত। বলিউডের অ্যাক্টিং কোচ রচিত সিং। জানা গিয়েছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে অনুষ্কা শর্মা, সইফ আলি খানের মতো তাবড় তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন রচিত। রবিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। গুঞ্জন সেই অভিনয় শিক্ষককেই নাকি মন দিয়ে বসে আছেন হুমা। প্রিয় বন্ধু সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশনেও রচিতের সঙ্গে রংমিলান্তি পোশাকে দেখা গিয়েছিল হুমাকে। সে ছবি পাপারাজ্জিদের লেন্স এড়ায়নি। অনেকেই বলছেন, আংটি বদলও হয়ে গিয়েছে তাঁদের। যদিও হুমা কিংবা রচিত কেউই তাতে সিলমোহর দেননি। তবে সম্প্রতি হিমেশ রেশমিয়ার কনসার্টে রচিতের বাহুলগ্না অবস্থায় দেখা গিয়েছে হুমাকে। রচিতকে হুমার কপালে চুম্বন করতেও দেখা গিয়েছে। সোশাল মিডিয়ায় সেদিনের ভাইরাল ভিডিওতে স্পষ্ট, যেন দু’জনে একে-অপরের প্রেমে মজে রয়েছেন। আর তা নিয়েই চলছে জোর চর্চা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সোশাল মিডিয়া হোক বা পথে-ঘাটে', শ্লীলতাহানিতে কড়া শাস্তির বার্তা হুমার।
  • 'মহারানি'র পাশে নেটিজেনরা।
  • যারা এই কাজ করে তাদের কড়া শাস্তি পাওয়া উচিত বলেই মনে করেন নেটিজেনরা।
Advertisement