সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় আবারও জামিন পেলেন আল্লু অর্জুন। এর আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। এবার পেলেন রেগুলার জামিন। আর তার জন্য তারকাকে মানতে হবে একাধিক শর্ত।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তার মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা। শুক্রবার হায়দরাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন। তারপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়। অভিনেতার আইনজীবী জানান, পঞ্চাশ হাজার টাকার দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় দিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে।
প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রেবতীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন আল্লু। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় ১৩ ডিসেম্বর। গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান সুপারস্টার। কিন্তু লালফিতের ফাঁসে সারারাত তাঁকে জেলে কাটাতে হয়। এই ঘটনা রাজনৈতিক মোড় নেয় যখন তেলেঙ্গানার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে আল্লু অর্জুনকে একহাত নেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। এর পরই আসরে নামের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আল্লুকে ‘অমানুষ’ কটাক্ষ করেন তিনি। আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে রীতিমতো তাণ্ডব চালায়। হামলাকারী ও রেবন্ত রেড্ডির ভাইরাল ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, তাহলে কি আল্লু অর্জুনের বাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে? যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে।