shono
Advertisement
Bangladesh crisis

দেশ ছেড়েছেন হাসিনা, কী বলছেন মিথিলা-নিপুণ-ফারুকীরা?

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ। কারা হাসিনার পক্ষে? বিপক্ষে কারা?
Published By: Suparna MajumderPosted: 05:34 PM Aug 05, 2024Updated: 05:34 PM Aug 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ। পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখল করেছে বিক্ষোভকারীরা। হাতুড়ির ঘায়ে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি। গত কয়েকদিন ধরে এ বিষয়ে নানা মতামত দিয়েছেন সেদেশের তারকারা।

Advertisement

বিষয়টি নিয়ে ক্রমাগত সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়ে চলেছেন পরিচালক মোস্তাফা সারওয়ার ফারুকী। সোমবার বেলা পৌনে চারটে নাগাদ ফেসবুকে তিনি লেখেন, "বিজয়ের আনন্দ অবশ্যই করব। কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দেবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখব আগামী দুই-তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে এগিয়ে যাব। সবশেষে, সালুট টু বাংলাদেশি ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।"

বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। ইনস্টাগ্রামে তিনি একটি ছবির কোলাজ শেয়ার করেছেন। ক্যাপশনে শুধু লিখেছেন 'BD'।

[আরও পড়ুন: কাজলের নায়ক, শুনেই ‘ফিউজ’ উড়ে গিয়েছিল টোটার? নায়িকার জন্মদিনে ফাঁস গল্প]

ছাত্রদের অসহযোগ আন্দোলনের এই সময়ে শেখ হাসিনার পক্ষে মত দিয়েছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। এর আগে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বাংলাদেশের হাই কোর্ট দাবি মেনে নিয়েছে। রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে। কিন্তু এর মাঝে যাঁরা 'লাশের রাজনীতি' করছে তাঁদের ধিক্কার জানিয়েছেন অভিনেত্রী। আলোচনায় বসারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

আওয়ামি লিগের সমর্থক বলেই পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এদিন বেলা সাড়ে চারটে নাগাদ তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের কভার কালো করে দেন।

'মহানগর' ওয়েব সিরিজের পরিচালক আশফাক নিপুণ বেলা তিনটে চল্লিশ নাগাদ বাংলাদেশের শাহবাগ চত্বর থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তোলা ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "খুনি আর স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘদিনের স্বৈরাচার থেকে মুক্ত বাংলাদেশ। এর জন্য কোটা আন্দোলনের ছাত্র ও দেশবাসীকে কৃতজ্ঞতা, তাঁদের জন্য এটা সম্ভব হল। এ তো সবে শুরু। মাতৃভূমিকে আমরা নতুন করে গড়ে তুলব।"

[আরও পড়ুন: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড পেরিয়ে ‘উধাও’ হাসিনার বিমান! বাড়ছে ধোঁয়াশা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাফিয়াত রাশিদ মিথিলা ইনস্টাগ্রামে একটি ছবির কোলাজ শেয়ার করেছেন। ক্যাপশনে শুধু লিখেছেন 'BD'।
  • 'মহানগর' ওয়েব সিরিজের পরিচালক আশফাক নিপুণ শাহবাগ চত্বর থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তোলা ছবি পোস্ট করেন।
Advertisement