সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) উপর নিষেধাজ্ঞা ইস্যুতে টালমাটাল টলিপাড়া। সপ্তাহের প্রথমদিন স্তব্ধ টলিউড। লাইট, ক্যামেরা, অ্যাকশন… অফ! খাঁ খাঁ করছে সমস্ত স্টুডিও চত্বর। শনিবার রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে যাওয়া সত্ত্বেও একগুচ্ছ অভিযোগ নিয়ে শুটিং বয়কট করেন কলাকুশলীরা। পালটা সোমবার ফ্লোর বয়কট করেন পরিচালকরা। সবমিলিয়ে টলিপাড়ার জট এখনও কাটেনি! এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাহুলের বন্ধু তথা সহকর্মী খ্যাতনামা সিনেমাটোগ্রাফার মধুরা পালিত (Modhura Palit)। যিনি কান ফিল্ম ফেস্টিভালেও সম্মানিত।
কলাকুশলী বনাম পরিচালকদের তরজায় মধুরা সোশাল মিডিয়ায় লেখেন, "পুরো ঘটনাটা 'পরিচালক বনাম কলাকুশলী, এভাবে তৈরি করা হচ্ছে। আসলে কি সেটা তাই? টেকনিশিয়ানদের কজন নিজের ইচ্ছায় বয়কট করেছে? আদৌ করে? কলাকুশলীদের উপর যে গিল্ডের কি অসংবেদশনীল ও অবাস্তব চাপ থাকে , সেটার মুখোমুখি যাঁরা হয়েছেন, শুধু তাঁরাই জানেন। যেটার বিরুদ্ধে কথা হচ্ছে সেটা নীতি।"
কান-জয়ী সিনেমাটোগ্রাফারের সংযোজন, "পুরোনো নিয়ম আর অদ্ভুত ফালতু যুক্তি দিয়ে আজকের কাজের সিস্টেম নষ্ট করা হচ্ছে। ২০ বছর আগের সিনেমা বানানোর প্রযুক্তি, অর্থনীতি বা পদ্ধতি পুরোটাই পালটে গিয়েছে। সেই অনুযায়ী নিয়ম পালটাতে হবে। নতুন নিয়ম, নতুন লোক লাগবে যারা সিনেমা কী করে আসলে তৈরি হয় সেটা জানে। যারা সেটে গিয়েছে। নিজের কাজ দিয়ে কথা বলেছে এরকম লোক। সহ-পরিচালকের কার্ড আছে, কিন্তু শিডিউল কাকে বলে জানে না, এরকম নয়।" মধুরা পালিত বলছেন, "অনেক টেকনিশিয়ানরা নিজেদের কথা বলতে চায়, কিন্তু ভয় পাচ্ছে। যদি এই জন্য তাদের চিহ্নিত করে বরখাস্ত করে দেওয়া হয়। কুলাকুশলীরা শিল্পী। তাদেরকে জোর করে শ্রমিক বানিয়ে দেওয়া হচ্ছে।"
[আরও পড়ুন: ‘কলাকুশলীরা কাজ বন্ধ করেনি’, ফেডারেশনের কাঠগড়ায় টলিউড পরিচালকরা]
প্রসঙ্গত, সোমবার একপ্রকার টলিউডের লাইট, ক্যামেরা, অ্যাকশন... বন্ধ থাকলেও সক্রিয় শিল্পী, কলাকুশলীরা। পরিচালক, প্রযোজকরা যেখানে প্রসেনজিতের বাড়িতে বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করে দ্রুত শুটিং চালু হওয়ার পক্ষে রায় দিয়েছেন, সেখানে বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিক বৈঠকে টলিপাড়ার এই অচলায়তন পরিস্থিতির জন্য কাঠগড়ায় তোলা হয়েছে পরিচালকদের।