সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমার দুনিয়ায় তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ছোটপর্দাতেও তাঁর জুড়ি মেলা ভার। প্রযোজনার মাধ্যমেও তিনি দর্শকের ড্রইং রুমে সমান জনপ্রিয়তা পেয়েছেন। তিনি পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী ( Raj Chakraborty)।
এবার প্রযোজক হিসাবে তাঁর নতুন সিরিয়াল ‘ফেলনা’র (Felna) সম্প্রচারের দিন জানিয়েছেন রাজ। পয়লা মার্চ থেকে রাত সাড়ে আট টায় স্টার জলসায় দেখা যাবে এই সিরিয়াল। নিজের ফেসবুক পেজে অনুরাগীদের জানিয়েছেন তিনি।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন, সুমন্ত মুখোপাধ্যায়, সুদীপ সরকার, কপালকুণ্ডলা ধারাবাহিক খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরি, রেশমি সেন। দেখা যাবে সপ্তর্ষি, রোশনি, পুষ্পিতাকেও। এছাড়াও ‘ফেলনা’র ছোটবেলার চরিত্রে দেখা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় মুখ মেঘান চক্রবর্তীকে (Meghan Chakraborty)।
[আরও পড়ুন: ইনস্টাগ্রাম পোস্টে উষ্ণতা ছড়ালেন মিঠুনের পুত্রবধূ মাদলসা, দেখেছেন এই ছবি?]
ছোট্ট মেঘান টেলি দুনিয়ায় পরিচিতি পেয়েছে পিরিয়ড ড্রামা ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে অভিনয় করে। সেখানে তাঁকে দেখা গিয়েছে কাদম্বিনীর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে। বাঙাল ভাষায় তাঁর সংলাপ বলার ধরন মন কেড়েছিল দর্শকদের। অন্যদিকে রোশনিকে দেখা যাবে ফেলনার বড় বয়সের চরিত্রে। এর আগে ‘হৃদয় হরণ বি এ পাস’ সিরিয়ালে পেখমের চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: আসল রূপ বেরিয়ে আসছে! ‘বিজেপি ঘনিষ্ঠতা’ নিয়ে প্রসেনজিতকে বিঁধলেন শ্রীলেখা]
প্রসঙ্গত, পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলাও যে ম্যাজিক দেখানোর কাজকে পেশা হিসাবে বেছে নিতে পারেন সেই বিষয়টাকে মাথায় রেখেই এগিয়েছে সিরিয়ালের চিত্রনাট্য।
এর আগে প্রযোজক রাজ চক্রবর্তীর ‘রাগে অনুরাগে’, ‘কাজললতা’, ‘কানামাছি’ বা ‘কপালকুণ্ডলা’র মতো সিরিয়াল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মনোরঞ্জনের দিক থেকে ‘ফেলনা’ সেই জায়গা দখল করতে কতটা পারে তা সময়ই বলবে।
