shono
Advertisement
Raj Subhashree

রবিবারও ছুটি নেই ইউভানের! মেঝেজুড়ে অক্ষরচর্চা, রাজ-শুভশ্রীর ছেলের মিষ্টি কীর্তিতে মজে নেটপাড়া

ইউভান ছুটির দিনেও পড়াশোনা নিয়ে ব্যস্ত!
Published By: Sandipta BhanjaPosted: 07:55 PM Mar 02, 2025Updated: 07:55 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ছেলে ইউভানও (Yuvaan) এক্ষেত্রে ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে সে। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মেজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র 'ওয়ান্ডার কিড'। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইউভানকে 'স্মার্ট বাচ্চা' বলে সম্বোধন করেছিলেন। হবে না-ই বা কেন? এবার বাবা রাজ চক্রবর্তীর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিয়ে সেই খুদেকে দেখা গেল ছুটির দিনেও পড়াশোনা করতে।

Advertisement

সারা সপ্তাহ স্কুল, এক্সট্রা কারিক্যুলার অ্যাকটিভিটিস করে বাচ্চারা তাকিয়ে থাকে 'সবেধন নীলমণি' রবিবারের দিকে। আর সেখানে ইউভান কিনা ছুটির দিনেও পড়াশোনা নিয়ে ব্যস্ত! ঘরের গোটা মেঝেজুড়ে ইংরেজি অক্ষরচর্চা করতে দেখা গেল তাকে। কোনও দিকে ভ্রুক্ষেপ নেই একমনে সে কোথাও লিখে চলেছে, আবার কোথাও ছবি এঁকে চলেছে। আর ছেলের সেই মজার কীর্তি ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন রাজ চক্রবর্তী। যা দেখে মেজেছে নেটপাড়াও। অনেকে আবার খুদে ইউভানের জন্য দুঃখও প্রকাশ করেছেন। তাঁদের মতে, 'আহারে, রবিবারও ছুটি নেই।' অনেকে আবার মা-বাবা হিসেবে রাজ-শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের কথায়, 'একটা শিশুর শৈশব ঠিক যেমন হওয়া উচিত, আপনারা সন্তানকে তেমনভাবেই ছেড়ে দিয়েছেন।' এদিকে ইউভানের মজার কাণ্ড শেয়ার করে মা শুভশ্রী লিখলেন- 'জান।'

কথায় বলে, আসলের থেকে সুদের আনন্দ বেশি। নিজের সাফল্যে মানুষ যতটা গর্বিত হয়, তার চেয়ে অনেক বেশি গর্ব হয় সন্তানের সাফল্যে। এই গর্বই অনুভব করেন রাজ চক্রবর্তী। স্কুলের খেলা, নাটক মঞ্চস্থ থেকে শুরু করে রেজাল্ট সবেতেই 'চ্যাম্পিয়ন' ইউভান। মেডেলও পেয়েছে। দুই ছেলে-মেয়ে যুবান ও ইয়ালিনীকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। এদিকে ইউভান এখন ইয়ালিনীর দাদা। বোনের খেলার সঙ্গী হয়ে উঠেছে সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ চক্রবর্তীর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিয়ে সেই খুদেকে দেখা গেল ছুটির দিনেও পড়াশোনা করতে।
  • ঘরের গোটা মেঝেজুড়ে ইংরেজি অক্ষরচর্চা করতে দেখা গেল ইউভানকে।
  • ইউভানের মজার কাণ্ড শেয়ার করে মা শুভশ্রী লিখলেন- 'জান।'
Advertisement