সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০১৪, শহর কলকাতা পরিচিত হয়েছিল 'হোক কলরব' শব্দবন্ধের সঙ্গে। শুধু এই শহরই নয় এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত হয়েছিল রাজ্য তথা গোটা দেশ। এগারো বছর আগে শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল ছাত্রছাত্রী থেকে আমজনতা ও তারকারা। সারা শহর জুড়ে তৈরি হয়েছিল এক আন্দোলনের আবহাওয়া। আর তারই সঙ্গে 'হোক কলরব'-এর সঙ্গে পরিচিত হয়েছিলেন সকলে। সেই শব্দবন্ধই এবার ফিরছে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। তাঁর নতুন ছবির নাম 'হোক কলরব'। ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। এই ছবিতে আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে দর্শক দেখতে পাবেন শাশ্বত চট্টোপাধ্যায়কে। শনিবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার আর তার সঙ্গেই সামনে এল ছবিতে শাশ্বতর লুক।
শনিবার ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরই বোঝা গেল, রাজের ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে ফের দেখা যাবে শাশ্বতকে। দৃপ্ত, প্রতিবাদী চোখে শাশ্বতকে। তাঁর হাতে রয়েছে জ্বলন্ত কাচের বোতল। আর তা যেন আন্দোলনের ভয়াবহ প্রেক্ষাপট বোঝাতে ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে ওই মোশন পোস্টারে দেখা যাচ্ছে হাতে প্রতিবাদী শব্দবন্ধ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে। এদিন ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে জানানো হয়েছে ছবি মুক্তির তারিখও। ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে রাজের 'হোক কলরব'। এদিন মোশন পোস্টারটি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, 'ছাত্রসমাজ না পুলিশ? নায়ক না খলনায়ক? আন্দোলন না আপোষ? নাকি... ‘হোক কলরব’!'
উল্লেখ্য এই ছবিতে শাশ্বত ছাড়াও দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখতে পাবেন দর্শক। এছাড়াও রয়েছেন জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, অভিকা মালাকার প্রমুখ। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হচ্ছে এই ছবি এমনটাই খবর। নতুন বছরে 'হোক কলরব'ই হতে চলেছে রাজের প্রথম ছবি।
