shono
Advertisement
Samantha-Raj Marriage

'সিমপ্যাথি চাই না', রাজ-সামান্থার বিয়েতে রাতের ঘুম উড়লেও 'নাটক' চাইছেন না নায়িকার 'সতীন'

এবার মেজাজ হারালেন সামান্থার 'সতীন'। কী বললেন 'ফ্যামিলি ম্যান' পরিচালকের প্রথম স্ত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 01:30 PM Dec 05, 2025Updated: 03:23 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্থা রুথ প্রভুর বিয়ের পর থেকেই চর্চায় রাজ নিদিমরুর প্রথমা স্ত্রী শ্যামলী দে। 'ফ্যামিলি ম্যান' পরিচালকের প্রাক্তন সঙ্গীর 'ঠিকুজি-কুষ্ঠি' বের করে তুমুল চর্চা বহাল নেটভুবনে। এবার প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্যামলী। তাঁর সাফ কথা, "সিমপ্যাথি চাই না"।

Advertisement

বিগত দিন কয়েক ধরেই সিনেদুনিয়া থেকে সোশাল পাড়া সর্বত্র 'সামান্থাময়'। উপলক্ষ্য নায়িকার দ্বিতীয় বিয়ে। বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংসে শুভেচ্ছার সঙ্গে তাঁর সঙ্গী হয়েছে বিতর্কও। পাশাপাশি সামান্থার (Samantha Ruth Prabhu) 'সতীন'কে নিয়েও চর্চা জারি। আর তাতেই এবার মেজাজ হারালেন শ্যামলী দে। কোওরকম রেয়াত না করেই তাঁর মন্তব্য, "কেউ যদি আমার কাছ থেকে কোনও ব্রেকিং নিউজ বা নাটকের আশা করেন, তাহলে আশাহত হবেন। এখানে ওসব পাবেন না। তাই বলছি, দয়া করে বিদেয় হোন। আমার কোনও সমবেদনা, ব্র্যান্ড প্রোমোশন কিংবা কারও দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। তাই কারও কাছে নিজের ব্যক্তিগতজীবন বিক্রি করব না।" এখানেই অবশ্য থামেননি শ্যামলী।

রাজ নিদিমরুর (Raj Nidimoru) প্রথম পক্ষের স্ত্রীর সংযোজন, "আমি বহু বিনিদ্র রজনী কাটিয়েছি। এপাশ-ওপাশ করে মনে মনে নিজের সঙ্গে বহু তর্ক করেছি। তবে অনুভব করলাম যে জীবনে যা কিছু পেয়েছি সেগুলো যদি স্বীকার না করি, তাহলে সেটা অকৃতজ্ঞ, নির্লজ্জের মতো কাজ হবে। বিগত কয়েক বছর ধরে আমি যোগধ্যান করছি। এতে যেমন শান্তি-ভালোবাসা পাওয়া যায়, তেমনই ক্ষমা করতে শেখা যায়। বিনয়ী হওয়া যায়, মনের ইচ্ছাশক্তি বাড়ে। আসলে আমার দীক্ষাগুরুর ক্যানসার ধরা পড়েছে সম্প্রতি। তাহলে বুঝতেই পারছেন আমার মনোযোগ এখন কোনদিকে? তাই আমার অনুরোধ আমাকে এসব থেকে দূরে রাখুন। সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি কামনা করছি।" অতঃপর প্রাক্তন স্বামী রাজের সঙ্গে সামান্থার বিয়ে নিয়ে যে শ্যামলী দে'র কোনও মাথাব্যথা নেই, সেটা সাফ জানিয়ে দিলেন তিনি।

গত সোমবার সদগুরুর আশ্রমে 'ফ্যামিলি ম্যান' পরিচালকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা। শুটিং করতে গিয়ে পরিচালক-অভিনেত্রীর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর উদাহরণ সিনেদুনিয়ায় নতুন নয়! সেই তালিকায় নতুন সংযোজন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। ‘ফ্যামিলি ম্যান ২’-এর সূত্রে আলাপ, বন্ধুত্ব। এবার বিয়ের পিঁড়িতে মধুরেণ সমাপয়েৎ!
প্রসঙ্গত, রাজ নিদিমরুর প্রথম স্ত্রী শ্যামলী নিজেও ফিল্মিদুনিয়ার মানুষ। সহকারী পরিচালক এবং ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে ‘রং দে বসন্তী’, ‘ওমকারা’, ‘এক নদীর গল্প’ নামে একাধিক ছবিতে কাজ করেছেন। এমনকী ‘ফ্যামিলি ম্যান’ পরিচালককেও নাকি বহু ছবি-সিরিজের কাস্টিংয়ে সাহায্য করেছেন তিনি। ২০১৫ সালে রাজের সঙ্গে বিয়ে করেছিলেন শ্যামলী। তবে শোনা যায়, ২০২২ সালে সামান্থার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হওয়াতেই প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ে রাজের। তারপর আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এবার অতীত সম্পর্ক, বিয়ে-ডিভোর্স ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা এবং রাজ। যে আবহে চর্চায় পরিচালকের প্রথম স্ত্রী শ্যামলী দে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামান্থা রুথ প্রভুর বিয়ের পর থেকেই চর্চায় রাজ নিদিমরুর প্রথমা স্ত্রী শ্যামলী দে।
  • এবার প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্যামলী।
  • 'ফ্যামিলি ম্যান' পরিচালকের প্রাক্তন সঙ্গীর সাফ কথা, "সিমপ্যাথি চাই না"।
Advertisement