shono
Advertisement
Samantha Ruth Prabhu Wedding

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচিত সামান্থা! 'ঘরভাঙানি' কটাক্ষের মাঝেই 'স্টার বউমা'কে নিয়ে মুখ খুলল শ্বশুরবাড়ি

সামান্থাকে কটাক্ষ 'সতীনে'র! কী মত 'ফ্যামিলি ম্যান' পরিচালকের পরিবারের?
Published By: Sandipta BhanjaPosted: 03:49 PM Dec 03, 2025Updated: 04:34 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করে নিজস্ব সিনেইন্ডাস্ট্রিতেই সমালোচনার মুখে সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu Wedding)! পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। আর সেই প্রেক্ষিতেই অভিনেত্রীকে 'ঘরভাঙানি' বলে কটাক্ষ শুনতে হচ্ছে বর্তমানে! চর্চায় রাজের প্রথমা স্ত্রী শ্যামলী দে'র খোঁচা দেওয়া পোস্টও। এমন আবহে 'স্টার বউমা' সামান্থাকে নিয়ে মুখ খুল রাজ নিদিমরুর পরিবার।

Advertisement

পয়লা ডিসেম্বর, সোমবার সদগুরুর আশ্রমে আধ্যাত্মিক পরিবেশে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তারকাজুটি। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার পাশাপাশি সামান্থার সঙ্গী হয়েছে কটাক্ষ, সমালোচনা। রাজের সংসার ভাঙার অভিযোগ তোলা হয়েছে দক্ষিণী সুন্দরীর বিরুদ্ধে। এমন আবহে 'স্টার বউমা'কে নিয়ে মুখ খুলল শ্বশুরবাড়ি। রাজের বোন শীতল নিদিমরু সোশাল মিডিয়ায় নবদম্পতিকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল, শ্বশুরবাড়ির সদস্যদের বৃত্তে হাসিমুখে পরস্পরের হাত ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন রাজ-সামান্থা। নায়িকার ননদের আবেগঘন এহেন পোস্টই বলে দেয় যে, শত নিন্দে-কটাক্ষের মাঝেও সামান্থার পাশে রয়েছে তাঁর শ্বশুরবাড়ি।

সামান্থাকে পরিবারে স্বাগত জানিয়ে শীতল নিদিমরু বিয়ের আধ্যাত্মিক আবহের কথা তুলে ধরেছেন। যেখানে লিঙ্গ ভৈরবীকে সাক্ষী রেখে দুই মনের মিলন ঘটেছে। সামান্থার ননদের মন্তব্য, "প্রদোহের (প্রথা) সময়ে চন্দ্রকুণ্ডে যখন অশ্রুসিক্ত নয়নে শিবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছি, তখন অনুভব করলাম এটা কষ্টের কান্না নয়, বরং মনের ভক্তি এবং কৃতজ্ঞতার প্রকাশ। রাজ-সামান্থার বৈবাহিক বন্ধনের জন্য এই মুহূর্তে আমাদের পরিবারে এক শান্তি বিরাজ করছে। বিয়ের দিন ওঁদের সততা, দৃঢ়তা এবং মর্যাদার সঙ্গে নতুন জীবনের উদ্দেশে পা বাড়াতে দেখে খুব গর্ববোধ হল। দুটো মন যখন একটাই পথ বেছে নেয়, তখনই সম্পর্কে এতটা দৃঢ়তা থাকে।" সেই দীর্ঘ পোস্টেই রাজের বোনের সংযোজন, "পরিবার হিসেবে আমরা খুব আনন্দের সঙ্গে মনে কোনওরকম দ্বিধাদ্বন্দ্ব না রেখেই ওঁদের পাশে রয়েছি। রাজ-সামান্থাকে আশীর্বাদ করেছি এবং সবরকমভাবে ওঁদের সমর্থন করছি। ওঁদের সম্পর্কটা আমাদের পরিবারের শান্তি বয়ে নিয়ে এসেছে। বিয়ের দিন যখন মন্দিরে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাচ্ছিলাম, তখন মনে মনে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছি, সকলে যেন এরকম ভালোবাসা খুঁজে পায়। যেখানে প্রেম-শান্তির সহাবস্থান রয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। আর সেই প্রেক্ষিতেই অভিনেত্রীকে 'ঘরভাঙানি' বলে কটাক্ষ শুনতে হচ্ছে বর্তমানে!
  • নায়িকার ননদের আবেগঘন এহেন পোস্টই বলে দেয় যে, শত নিন্দে-কটাক্ষের মাঝেও সামান্থার পাশে রয়েছে তাঁর শ্বশুরবাড়ি।
Advertisement