সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, কন্যারত্ন। মেয়েরা ঘরের লক্ষ্মী, সৌভাগ্যের প্রতীক! তাই প্রথম সন্তান কন্যা হওয়ায় খুশি যেন ধরছে না বলিউড তারকা রাজকুমার রাওয়ের (Rajkummar Rao)। সেই আনন্দ ভাগ করে নিতে রবিবার মুম্বইতে পাপারাজ্জিদের দেদার মিষ্টি বিলি করলেন তিনি। আসলে রবিবার মহিলাদের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন রাজকুমার। সেখানেই অভিনেতাকে দেখা গেল, হাতে মিষ্টির বাক্স, মুখে চওড়া হাসি। রপর তাঁর সঙ্গে থাকা টিমের সদস্যদের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলি নিয়ে উপস্থিত চিত্রগ্রাহকদের হাতে তুলে দেন রাজকুমার নিজেই। নবজাতিকার নাম কী রাখলেন? ছবিশিকারীদের এই প্রশ্নের জবাবে তিনি জানান, ''এখনও ঠিক হয়নি।'' বোঝা গেল, এখন শুধু মেয়ের জন্মের উদযাপন নিয়েই ব্যস্ত তারকা।
গত ১৫ নভেম্বর রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকীতে ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দেখতে দেখতে দু'সপ্তাহ বয়স হয়ে গেল 'রাজ'কন্যার। 'নিউটন', 'স্ত্রী'র হিরো এখন মেয়ের গর্বিত বাবা। জীবনের এমন আনন্দ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে না নিলে হয়? তাই তো সুযোগ পেয়ে রবিবার সবাইকে মিষ্টি খাওয়ালেন রাজকুমার রাও।
রাজকুমার রাও ও পত্রলেখা। ফাইল ছবি।
রবিবার মুম্বইয়ের ওই অনুষ্ঠানে রাজকুমারের 'এন্ট্রি' খুব সাদামাটা ছিল। পরনে কালো ট্র্যাক প্যান্ট, সাদা রাউন্ড-নেক টিশার্ট, কালো জ্যাকেট ও চোখে কালো রাউন্ড ফ্রেম চশমা। তারকা নয়, আর পাঁচজনের মতো সদ্য বাবা হওয়ার আনন্দ যেন চোখেমুখে স্পষ্ট তাঁর!
তখনও আসল চমক বাকি ছিল। অনুষ্ঠানে প্রবেশ করতেই সদ্য বাবা হওয়া রাজকুমারকে ঘিরে ধরে চিত্রশিল্পীরা অভিনন্দন জানান। কেউ কেউ জানতে চান, মেয়ের নাম ঠিক হয়েছে কি না। সকলকে ধন্যবাদ জানিয়ে এরপর রাজকুমার যা করেন, সেটাই বড় চমক। তাঁর সঙ্গে থাকা টিমের সদস্যদের হাত থেকে একে একে মিষ্টির প্যাকেট নিয়ে বিলিয়ে দেন সকলের মাঝে। অভিনেতাকে এমন ভূমিকায় দেখে মুগ্ধ পাপারাজ্জিরা।
রাজকুমার রাও। ফাইল ছবি।
কথায় বলে, সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে মা-বাবারও নবজন্ম হয়ে থাকে। একথা যে কতটা সত্যি, তা বোধহয় রাজকুমার রাওকে দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। বাবা হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্যে যেমন নয়া ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন বলি অভিনেতা, তেমনই নিজের সেলিব্রিটি ইমেজ ঝেড়ে সহজে মিশেও যেতে পারলেন।
