shono
Advertisement
Rajkummar Rao

পিছোল সৌরভের বায়োপিকের শুটিং, কী সিদ্ধান্ত রাজকুমারের?

চলতি বছর নয়, কবে শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং?
Published By: Sandipta BhanjaPosted: 02:21 PM Jul 15, 2025Updated: 02:21 PM Jul 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু'তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় 'দাদাগিরি' দেখাবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন বলিপর্দার 'মালিক'। কিন্তু সেই প্রস্তুতিতেও নাকি তিনি সন্তুষ্ট নন! মহারাজের চরিত্র থেকে তাঁর ফিল্ড স্ট্র্যাটেজি আত্মস্থ করতে আরও সময়ের প্রয়োজন রাজকুমার রাওয়ের। আর সেই জন্যই বায়োপিকের শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।

Advertisement

আসলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। আর সেই প্রেক্ষিতেই নিত্যদিন মাঠে ঘাম ঝরানোর পাশাপাশি হরেক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলিউড অভিনেতাকে। সম্প্রতি রাজকুমার রাও নিজেই এক বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, "আসলে দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।" রাজকুমারের সংযোজন, "আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।" কথা ছিল, চলতি জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্যই যে শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট।

অভিনেতা জানিয়েছেন, "দাদার সঙ্গে এখনও আমার দেখা হয়নি। পুরোপুরি প্রস্তুতি নেওয়ার পরই ওঁর মুখোমুখি হতে চাইছি।" প্রসঙ্গত, এই বায়োপিকে অভিনয় করার জন্য তিনি যে নার্ভাস, সেকথা আগেই জানিয়েছিলেন রাজকুমার রাও। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্র আত্মস্থ করার জন্য বাংলা বলাও শিখে ফেলেছেন অভিনেতা। তবে রাজকুমারকে মহারাজের ভূমিকায় দেখার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। কারণ বায়োপিকের শুটিং শুরু হবে ২০২৬ সালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাজের চরিত্র থেকে তাঁর ফিল্ড স্ট্র্যাটেজি আত্মস্থ করতে আরও সময়ের প্রয়োজন রাজকুমার রাওয়ের।
  • রাজকুমারের সংযোজন, "আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই।"
  • অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্যই যে শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট।
Advertisement