সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশজুড়ে শোকের ছায়া। এমন আবহে ধর্মেন্দ্রর প্রয়াণ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে রাখি সাওয়ান্ত। রাখির দাবি, "দিন কয়েক আগেই ধর্মেন্দ্রজির মৃত্যু আগেই হয়েছে। আর এখন এসব নিয়ে নাটক হচ্ছে!" বিতর্কিত অভিনেত্রীর এহেন মন্তব্য ভাইরাল হতেই সোশাল পাড়াজুড়ে নিন্দার ঝড়।
ঠিক কী ঘটেছে? বুধবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। সেখানেই সাংবাদিকরা ধর্মেন্দ্রর প্রয়াণ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে রাখি জানান, "২-৩ দিন আগেই প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্রজি। অনেকে আমাকে বলেছেন একথা। ধরমজি নিজেই তো আমার স্বপ্নে এসেছিলেন। হাসপাতালের চিকিৎসকরাও আমাকে একথা বলেছেন। আর এখন এসব নিয়ে নাটক চলছে।" এখানেই অবশ্য শেষ নয়! কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য নিয়ে এত রাখঢাক করার দেওল পরিবারের সদস্যদের উপর এমনিতেই 'ক্ষিপ্ত' ধর্মেন্দ্র অনুরাগীদের একাংশ। এমনকী অনেকে সানি-ববির সিনেমা বয়কট করার ডাকও দিয়েছেন। সেই প্রেক্ষিতে রাখির কী মত?
জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, "আমার খুব খারাপ লেগেছে যে, ভক্তরা ধর্মেন্দ্রজিকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন না। উনি গোটা বিশ্বের কাছে সুপারস্টার। আমারও হিরো।" অভিনেত্রীর এহেন মন্তব্যের সঙ্গে নেটপাড়ার একাংশ সহমত পোষণ করলেও ধর্মেন্দ্রর শেষযাত্রা প্রসঙ্গে তাঁর 'নাটক' শব্দটিতে আপত্তি প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ তো রাখি সাওয়ান্তকে নির্লজ্জ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না! আবার কারও পরামর্শ, 'সানি দেওলের ভয় নেই না আপনার? ওঁর থেকে দূরে থাকুন।' এহেন নানা মন্তব্যে ছয়লাপ নেটভুবন।
