সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ুসেনার পোশাকে মিগ-২১ চালাচ্ছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল! আর এমন বিরল মুহূর্তের ছবি ফাঁস হতেই দুই বলিউড তারকার যুযুধানে দ্বিবিভক্ত নেটপাড়া। আসলে এই অসম্ভবকে সম্ভব করেছেন সঞ্জয় লীলা বনশালি। পরিচালক তাঁর পরবর্তী ম্যাগনাম ওপাস 'লাভ অ্যান্ড ওয়ার'-এর জন্যে এমনই কিছু হাইভোল্টেজ দৃশ্য রেখেছেন, সম্প্রতি যার ঝলক প্রকাশ্যে আসতেই দর্শক-অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে!
সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামায় যে রণবীর কাপুর এবং ভিকি কৌশল যুদ্ধবিমান চালকের ভূমিকায় অভিনয় করছেন, সেখবর আগেই মিলেছিল। উপরন্তু, ক্যাবারে ডান্সারের চরিত্রে আলিয়া ভাট। স্বাভাবিকভাবেই 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে দর্শকমহলের কৌতূহল প্রথম থেকেই তুঙ্গে। একে মেগাবাজেট ছবি, তার উপর ডাকসাইটে কাস্টিং। বিশেষ করে, ক্যাটরিনা কাইফের 'প্রাক্তন-বর্তমান' কে কাকে টেক্কা দেবেন ছবিতে? সেটা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। এবার 'লাভ অ্যান্ড ওয়ার'-এর সেট থেকে ভিকি-রণবীরের লুক ফাঁস হতেই নেটপাড়ায় দুই অনুরাগী শিবিরের তুমুল যুদ্ধ!
দ্য ক্লাইম্যাক্স ইন্ডিয়া নামক এক পেজ থেকে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের 'লাভ অ্যান্ড ওয়ার' লুক শেয়ার করা হয়েছে। যা বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে। কারণ সিনেমার জন্য সম্ভবত এই প্রথম কোনও বলিউড অভিনেতাকে প্রকৃত মিগ ২১ চালকের আসনে দেখা যাবে। উপরন্তু 'পারফেকশনিস্ট পরিচালক' বনশালির পিরিয়ড ড্রামা বলে কথা। বনশালি যে এক্ষেত্রে কোনও খামতি রাখেননি, দুই অভিনেতার পয়লা লুকেই তা বেশ বোঝা গেল। ফাঁস হওয়া ছবিতে রণবীর এবং ভিকিকে দেখা গেল যুদ্ধ বিমান চালকের পোশাকে। উল্লেখ্য, এই সিনেমার জন্য বাস্তবে গোঁফও রেখেছেন দুই অভিনেতা। তার ঝলকও মিলল ছবিতে। আর সেই লুক দেখেই ভিকি-রণবীরের ভক্তমহলে তোলপাড়। বলা ভালো, দুই অভিনেতার অনুরাগী শিবির কেউ কাউকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ! 'এ বলে আমায় দেখ তো ও বলে আমায়...।'
কারও মন্তব্য, 'ভিকি-রণবীর দুজনেই দক্ষ অভিনেতা। একে-অপরকে কেমন টেক্কা দেন পর্দায়, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।' কেউ বা আবার কাপুরনন্দনের জন্য সুর চড়িয়ে ভবিষ্যদ্বাণী করলেন, 'আলিয়া-রণবীরের রসায়নের জন্যই এই সিনেমা হিট করবে।' একাংশ আবার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা 'উড়ি'তে ভিকি কৌশলের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিলেন। তবে নেটপাড়ায় রণবীরের দিকেই পাল্লা ভারী। এবার পর্দায় যুদ্ধবিমান চালকের ভূমিকায় কে কাকে টক্কর দেন, সেটাই দেখার অপেক্ষা।
