shono
Advertisement
Randeep Hooda

শুটিং মাঝপথে থামিয়ে অক্ষয়ের সঙ্গে কাজ! প্রযোজনা সংস্থার নিন্দায় মুখর 'অবসাদগ্রস্ত' রণদীপ

২০১৯ সালে অক্ষয়ের 'কেশরী' তৈরি হওয়ার আগেই রণদীপের 'ব্যাটেল অফ সরগড়ি'র শুটিং শুরু হয়েছিল।
Published By: Manasi NathPosted: 11:02 AM Apr 14, 2025Updated: 11:21 AM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে বহু ছবি ক্যান বন্দি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। আবার নানা কারণে নির্মাণকালেও থমকে যায় একাধিক ছবির কাজ, যা অভিনেতাদের কেরিয়ায়ে অনেক সময় প্রভাব ফেলে। তেমনই এক ঘটনার শিকার হয়েছিলেন অভিনেতা রণদীপ হুডা। 'ব্যাটেল অফ সরগড়ি' ছবিটিতে অভিনয় করেছিলেন রণদীপ। সেই ছবি তৈরি মাঝপথেই থমকে যাওয়ার কারণ হিসাবে প্রযোজনা সংস্থাকে দায়ী করেছেন অভিনেতা। এমনকী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি।

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। সেখানেই 'ব্যাটেল অফ সরগড়ি' ছবিটির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রণদীপ হুডা। তাঁর অভিযোগ, ২০১৯ সালে 'কেশরী' তৈরি হওয়ার আগেই 'ব্যাটেল অফ সরগড়ি'র নির্মাণ শুরু হয়। ছবিটি পরিচালনা করছিলেন রাজকুমার সন্তোষী। রণদীপের কথায়, "ছবিটির ৩০ -৪০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই ছবির কাজ স্থগিত করে দেওয়া হয়। প্রযোজনা সংস্থা লোভে পড়ে অন্য ছবির কাজ শুরু করে দেয়। অথচ এই ছবির জন্য আমি সেই সময় অনেকগুলি কাজ ছেড়ে দিয়েছিলাম। তিন তিনটে বছর এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সব জলে গিয়েছিল। এই ঘটনায় আমি খুব অসম্মানিত বোধ করেছিলাম। অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলাম।"

পাশাপাশি আক্ষেপের সুরে অভিনেতা জানালেন, "আমি ছবিটিতে বলবীর সিংয়ের ভূমিকায় অভিনয় করছিলাম। চরিত্রটিকে পর্দায় যথাযথ রূপ দিতে চেয়েছিলাম। একজন শিখ ধর্মাবলম্বী হিসাবে এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্ববোধ করেছিলাম। গুরু গ্রন্থসাহেবে হাত রেখে শপথ নিয়েছিলাম, শিখ ধর্ম ও বলবীর সিংয়ের চরিত্রটিকে ছবির মাধ্যমে যথাযথ মর্যাদা দেব। অথচ আমার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। নিজের কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময় বলে আমার মনে হয়। অথচ দেখুন 'কেশরী' ছবিতে এই বলবীর সিংয়ের চরিত্রে অভিনয় করে অক্ষয় কুমার কত প্রশংসা পেয়েছেন!"

বাম দিকে বলবীর সিংয়ের ভূমিকায় রণদীপ হুডা এবং ডান দিকে 'কেশরী' ছবিতে অক্ষয় কুমার

প্রসঙ্গত, ১০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে 'জাট' ছবিটি। সানি দেওল অভিনীত এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে রণদীপ হুডাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ব্যাটেল অফ সরগড়ি' ছবিটিতে অভিনয় করেছিলেন রণদীপ।
  • সেই ছবি তৈরি মাঝপথেই থমকে যাওয়ার কারণ হিসাবে প্রযোজনা সংস্থাকে দায়ি করেছেন অভিনেতা।
  • এমনকী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি।
Advertisement