shono
Advertisement

Breaking News

Ranojoy Bishnu

রণজয়ের নাম নিয়ে মহিলা ভক্তের সঙ্গে ‘চ্যাট’, নায়ক জানতে পেরেই বললেন...

জন্মদিনের আগেই মহাবিড়ম্বনায় রণজয় বিষ্ণু। নায়কের নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত।
Published By: Utsha HazraPosted: 09:51 AM Mar 05, 2025Updated: 10:01 AM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার ক্রাইম নিয়ে বরাবরই সরব হয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। কখনও ডেলিভারি অ্যাপের মাধ্যমে জালিয়াতি কখনও ফেসবুকে একাধিক নায়কের নামে ভুয়ো অ্যাকাউন্ট। এই সব কিছু যত বারই তাঁর নজরে এসেছে তত বারই তাঁর দর্শককে সতর্ক করেছেন নায়ক। আবারও সেই একই ঘটনা। রণজয়ের নজরে আসতেই তৎপর অভিনেতা। যত দিন যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামের এই ভুয়ো অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত হয়েই চলেছে। যে কারণে কখনও সমস্যায় পড়তে হচ্ছে অভিনেতাদের। কখনও আবার ভুগতে হচ্ছে তাঁদের অনুরাগীদের। আবারও এমনই এক ঘটনার ভুক্তোভোগী রণজয়। সমস্ত ঘটনাই লাইভে এসে জানালেন নায়ক।

Advertisement

ঠিক কী ঘটেছে? রণজয়ের নাম করে তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলছেন এক বা একাধিক ব্যক্তি। সে কথা জানতে পেরেই তড়ঘড়ি ভিডিও পোস্ট করলেন নায়ক। তাঁর এক মহিলা ভক্ত অভিযোগ জানানোর পরেই এমন ঘটনার কথা জানতে পারেন রণজয়। নায়কের সেই মহিলা ভক্ত জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে অভিনেতা নাকি তাঁর সঙ্গে রোজ কথা বলেন। এ দিকে সামনে দেখা হওয়ার পর তিনি চিনতে পারলেন না। এটা ভেবেই অভিমান হয়েছে সেই মহিলা ভক্তের।

তবে একথাও রণজয় স্বীকার করেছেন তাঁর ভুলে যাওয়ার প্রবণতা আছে। কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা একেবারেই এরকম নয়। বরং তিনি কথা বলে বুঝতে পারেন যে রণজয়ের নাম নিয়ে কোনও এক ব্যক্তি সেই মহিলাকে ঠকিয়েছেন। বিপদ বুঝেই অভিনেতা লাইভে বলেন, "আমার পরিচয় দিয়ে কেউ কথা বললে তাঁকে বিশ্বাস করবেন না। যাচাই করবেন আগে। আমার প্রোফাইল আমার অফিসিয়াল টিম সামলায়।" আগামীতে এমন কোনও ঘটনা ঘটলে তিনি যে কড়া পদক্ষেপ করবেন সেই বার্তাও দিয়েছেন নায়ক। জন্মদিনের আগে এই বিড়ম্বনা অনেকটাই অস্বস্তিতে ফেলেছে রণজয়কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাইবার ক্রাইম নিয়ে বরাবরই সরব হয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। কখনও ডেলিভারি অ্যাপের মাধ্যমে জালিয়াতি কখনও ফেসবুকে একাধিক নায়কের নামে ভুয়ো অ্যাকাউন্ট।
  • এই সব কিছু যত বারই তাঁর নজরে এসেছে তত বারই তাঁর দর্শককে সতর্ক করেছেন নায়ক।
  • আবারও সেই একই ঘটনা।
Advertisement