সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত বেশ কয়েকদিন ধরেই রণবীর সিংয়ের 'ডন ৩'র মতো আরও এক মেগাবাজেট ছবি ছাড়া নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই বলছেন যে, পরপর দু'টি ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে চাইছেন না রণবীর। আর তাই নাকি তিনি ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি 'ডন ৩' থেকে সরে দাঁড়িয়েছেন। 'ডন ৩' নিয়ে নানা গুঞ্জনের মাঝেই আবার শোনা যাচ্ছে, রণবীর এই মেগাবাজেট ছবি থেকে সরে দাঁড়াননি। বরং ছবির নির্মাতারাই নাকি ছবি থেকে তাঁকে সরিয়েছেন! আদৌ কি এই খবর সত্যি?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, 'ডন ৩' ছবির নির্মাতাদের তরফে ঘনিষ্ঠ কেউ সংবাদমাধ্যমকে বলেছেন, "রণবীরের 'ডন ৩' ছাড়ার খবর একেবারেই সত্যি নয়। বরং নির্মাতাদের তরফেই তাঁকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। বরং বলে রাখা ভালো রণবীরের পরপর তিন তিনটে ছবি মুখ থুবড়ে পড়ার পর ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি রণবীরের উপর আস্থা রেখেছিলেন। তাঁর কাছে 'ডন ৩' ছবির প্রস্তাব তাঁরাই নিয়ে গিয়েছিলেন। এমন এক ছবি যেখানে শুধুই শাহরুখ নন বরং অমিতাভ বচ্চনের জুতোতেও পা গলানোর বড় সুযোগ রয়েছে তা কে হারাতে চান? এমনকী রণবীরের উপর থেকে ভরসা হারিয়েছিলেন স্বয়ং সঞ্জয় লীলা বানশালিও। রণবীরের ছবি কেউ দেখছে না বলে সঞ্জয় তাঁর 'বৈজু বাওরা' নিয়েও শুটিংয়ের কথা আর এগোননি রণবীরের সঙ্গে। সেইসময় রণবীরের পাশে ছিলেন রীতেশ ও ফারহান।"
ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘ধুরন্ধর’'র সাফল্যের পর রণবীর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছেন। কারণ দীর্ঘদিন বাদে এই সিনেমার হাত ধরেই ‘খিলজি’র মন্দা কেরিয়ারের ‘শাপমোচন’ ঘটেছে। তাই পরপর দুটো গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে নারাজ অভিনেতা। সেইজন্যেই ফারহান আখতারকে সরিয়ে বর্তমানে সঞ্জয় লীলা বনশালি, অ্যাটলি, এমনকী লোকেশ কানাগরাজের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন রণবীর সিং। কথা ছিল, ধুরন্ধর-এর বিজয়রথের চাকা গড়ালেই ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা। 'ডন ৩' নিয়ে যদিও কোনওরকম মুখ খোলেননি আনুষ্ঠানিকভাবে অভিনেতা ও ছবির টিমের তরফে কেউই।
