shono
Advertisement

Breaking News

Rashmika Mandanna Wedding

'আমার বিয়ের গুঞ্জনে সিলমোহর দিতে চাই না', হঠাৎ কেন এমন মন্তব্য 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকার?

লাগাতার বিয়ের নানা আলোচনায় এবার মুখ খুললেন রশ্মিকা।
Published By: Arani BhattacharyaPosted: 10:46 AM Dec 04, 2025Updated: 01:41 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হীরের আংটি। আর তা দেখার পর থেকেই রটে গিয়েছিল যে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna Wedding)। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। এরপর শোনা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে রশ্মিকা ও বিজয়ের বিয়ের আসর। তবে এসব আলোচনায় সিলমোহর না দিলেও অস্বীকার করে ফুৎকারে সবটা উড়িয়েও দেননি নায়িকা। তবে লাগাতার বিয়ে নিয়ে নানা আলোচনা নিয়ে এবার মুখ খুললেন রশ্মিকা। কী বললেন তিনি?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকাকে তাঁর বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই নিয়ে কিছু বলতেই চাই না। আমি আমার বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না আর তা আমি অস্বীকারও করতে চাই না। আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাব। আমার মনে হয় ততক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভালো। কারণ, সব মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। আমার মনে হয় সেটাকে সম্মান জানানো উচিত।"

বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেমবিলাস কি আর পাপারাজ্জিদের লেন্স এড়ায়? কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে! সম্প্রতি তারকাযুগল নাকি আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন। ‘থামা’ প্রচারে নায়িকার হাতে সেই আংটির উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছে। তখন অবশ্য় বাগদানের প্রসঙ্গ উত্থাপন হতেই একগাল হেসে রশ্মিকা জানিয়েছেন, “সবাই সব জানেন দেখছি!” যদিও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদানের খবরে সিলমোহর বসাননি রশ্মিকা, তবে খবর আগামী বছর ফেব্রুয়ারি মাসে মালাবদল করবেন দক্ষিণী তারকাজুটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হীরের আংটি।
  • আর তা দেখার পর থেকেই রটে গিয়েছিল যে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানা।
  • আলোচনায় সিলমোহর না দিলেও অস্বীকার করে ফুৎকারে সবটা উড়িয়েও দেননি নায়িকা।
Advertisement