shono
Advertisement

Breaking News

RG Kar Protest

RG Kar কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামবেন অরিজিৎ? উত্তর দিলেন 'বন্ধু' রূপম

দিনকয়েক আগেই অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।
Published By: Suparna MajumderPosted: 12:30 PM Aug 21, 2024Updated: 04:07 PM Aug 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল দেশ। দিকে দিকে প্রতিবাদ। বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন টলিপাড়ার তারকা, সঙ্গীতশিল্পীরা। বুধবার প্রতিবাদ মিছিল রয়েছে। বিচার চেয়ে অরিজিৎ সিং (Arijit Singh) কি রাস্তায় নামবেন? উত্তর দিলেন শিল্পী-বন্ধু রূপম ইসলাম।

Advertisement

RG Kar-এর ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপম (Rupam Islam) বলেন, "অরিজিৎ আমার বন্ধু স্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি ছ-সাত দিন অপেক্ষা করব, তার পর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু সমর্থন করছেন এই কথাটা। রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এর পরে আমাদের কোন পথ নিতে হবে বা কী করতে হবে, আমরা নিজেরাই জানি না! কিন্তু সামগ্রিক মানুষ যে পথ নেবে সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথই নেব।"

 

[আরও পড়ুন: মিমির পাশে সৃজিত, ধর্ষণের হুমকির মোক্ষম জবাব পরিচালকের]

জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ। সুরের মূর্ছনায় সারা দেশকে আচ্ছন্ন করে রেখেছেন তিনি। দিনকয়েক আগেই শিল্পীর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি নতুন না পুরনো তা জানা যায়নি। সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু তাতে অরিজিৎকে বলতে শোনা যায়, ‘ফেসবুকে আপডেট করলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ। ফেসবুক, টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (উত্তরে ”সবাই, সবাই” শুনে) থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ। থ্যাঙ্ক ইউ সো মাচ।’

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় সাদার্ন এভিনিউতে শিল্পীরা একজোট হয়েছিলেন বাংলার সঙ্গীতশিল্পীরা। নব নালন্দা থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা হয় ((RG Kar Protest)। তাতেই বিচারের দাবিতে সরব হন লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা, অন্বেষারা। পদযাত্রায় ছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়, উজ্জয়িনী, প্রশ্মিতারাও। তাঁদের সঙ্গেই গলা মেলান রূপম ইসলাম, মনোময় ভট্টাচার্য, শিলাজিৎ, অনীক ধররা। সেই সময় রূপম বলেছিলেন, “মানবতার শত্রু যাঁরা, তাঁদের স্তব্দ করে দিতে হবে।”

[আরও পড়ুন: সন্দীপের নির্দেশেই আর জি করে তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত? জানতে চায় CBI ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • RG Kar-এর ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অরিজিতের কথা বলেন রূপম।
  • ছ-সাত দিন দেখতে চান অরিজিৎ। তার পর রাস্তায় নামবেন বলে জানিয়েছেন। এমনই বক্তব্য রূপমের।
Advertisement