shono
Advertisement

Breaking News

প্লাস সাইজের মডেল ঋতাভরী, সঙ্গী আবির, দেখুন দু’জনের ‘ফাটাফাটি’গল্পের আগাম ঝলক

অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় জুটি বেঁধেছেন দুই তারকা।
Posted: 02:40 PM Mar 08, 2022Updated: 02:40 PM Mar 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু বেশিই মোটা! এত্ত রোগা কেন? বড্ড বেশি লম্বা! এক্কেবারে বেটে বামন — শরীর নিয়ে কতই না ছুৎমার্গ!  তা কাটাতেই আসছে উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘ফাটাফাটি’ (Fatafati Movie)। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে জুটি বেঁধেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। নারী দিবসেই প্রকাশ্যে অফিশিয়াল প্রোমো।

Advertisement

টিজার দেখে যা মনে হচ্ছে সেই অনুযায়ী প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী। এর আগে অরিত্রর পরিচালনাতেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে শিবপ্রসাদ-নন্দিতা জুটি প্রযোজিত ছবিটি। উইন্ডোজের প্রযোজনাতেই ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ সিনেমায় অভিনয় করেন আবির।  

[আরও পড়ুন: এবার হলিউড ছবিতে আলিয়া ভাট, কোন তারকার সঙ্গে জুটি বাঁধছেন রণবীরের প্রেমিকা?]

শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে ঋতাভরীকেও। অস্ত্রোপচার পর ওজন বাড়ে অভিনেত্রীর। তা নিয়েও কথা শুনতে হয়েছে। তাতে অবশ্য ভেঙে পড়েননি ঋতাভরী। কুক্ষিগত মানসিকতার তীব্র নিন্দা করেছেন। এবার সিনেমার মাধ্যমে বডি শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার হতে চলেছেন অভিনেত্রী। পাশাপাশি আবারও ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ টিমের সঙ্গে কাজ করতে পেরে খুশি তিনি।

উইন্ডোজের সঙ্গে কাজ করতে বরাবর পছন্দ করেন আবির চট্টোপাধ্যায়। ‘ফাটাফাটি’র মতো সিনেমার মাধ্যমে মানুষকে বিনোদনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সচেতন করা যাবে বলেও মনে করেন তিনি। নতুন এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ সাজিয়েছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।  এপ্রিলেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক অরিত্র। 

কিছুদিন আগেই অরিত্রর পরিচালনায় ‘বাবা, বেবি ও…’ সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোলাঙ্কি রায়। সে ছবিও বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। টানা ২৫ দিন সিনেমা হলে চলেছে। এবার আবির-ঋতাভরী জুটির সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন পরিচালক। এভাবেই অরিজিনাল কনটেন্ট নিয়ে কাজ করে যাবে উইন্ডোজ, জানান ছবির অন্যতম প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে পারে ‘ফাটাফাটি’।

[আরও পড়ুন: রুক্মিণী ও তাঁর মা’কে সঙ্গে নিয়ে মালদ্বীপে দেব! ‘এবার বিয়েটা হয়েই যাক’, মন্তব্য নেটিজেনদের]    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement