শম্পালী মৌলিক: প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, লেখক, পরিচালক, ফিল্ম প্রযোজক অনিলাভ চট্টোপাধ্যায় (Anilava Chatterjee) এবার নিজের প্রথম ফিচার ফিল্ম পরিচালনায়। এর আগে তিনি বেশকিছু শর্ট ফিল্ম করেছেন তবে বড় ছবিতে হাত দিয়েছেন এই প্রথমবার। বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন আইকনিক চরিত্র তথা লেখিকা বেলা দে-কে। যাঁকে এককথায় বলা যায় 'রান্নার জিনিয়াস'। রান্নার বই লিখে এমন জনপ্রিয়তা বিরল। তাঁর ভূমিকাতেই অনিলাভর ফ্রেমে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।
'রান্নার অমনিবাস', 'রান্না অভিধান', 'হেঁশেল', 'সহস্র এক রান্না', 'বাঙালির রান্নাঘর', 'সহজ রান্না সমগ্র', ‘আধুনিক রান্না ও জলখাবার’, ‘নোনতা মিষ্টি জলখাবার’, ‘টিফিনের টুকিটাকি’ এমন অজস্র জনপ্রিয় বই তাঁর লেখা। হারিয়ে যাওয়া রান্নার খাজানা ছিল তাঁর কাছে। সেই মানুষটা একটা যুগের প্রতিনিধি ছিলেন। লীলা মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। বেলা দে-র হাতের রান্নায় ম্যাজিক ছিল। তেমন একজন মানুষকে অসম্ভব প্রতিকূলতার মধ্যে শেষ জীবন কাটাতে হয়। এমন আইকনিক চরিত্রেই অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর প্রায় দেড়মাস ধরে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে। তবে সবটাই খুব চুপচাপভাবে। ছবিটির প্রযোজনায় ‘গ্রেমাইন্ড কমিউনিকেশন’। সেই যুগের বিশিষ্টজন যাঁদের সঙ্গে বেলা দে’র যোগাযোগ বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের কথাও উঠে আসবে এই ছবিতে। ফলে বোঝাই যাচ্ছে আরও অনেক স্টারকাস্ট চমক হিসেবে থাকবেন ছবিতে।
বেলা দে
এছাড়া বেলা দে আকাশবাণীতে অনুষ্ঠান করতেন, তাঁর ‘মহিলা সমিতি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময়। সেই সবের উল্লেখও থাকবে। আরও একটা কথা বলতেই হয় এখনও নারীকেন্দ্রিক চরিত্রে প্রথম নাম হিসেবে উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর কথাই। ফলে টলিক্যুইন ঋতুপর্ণা ছাড়া আর কাকেই বা বেলা দে’র চরিত্রে কাস্ট করা যেত! খুব সম্ভবত ছবির নাম হতে চলেছে ‘বেলা’।
