সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩-এ 'বাঘাযতীন' ছবিতে অভিনয়ের পর আরও একবার বড়পর্দায় ফিরছেন রোহন ভট্টাচার্য। খবরটা ইতিপূর্বেই পাঠকরা জেনে গিয়েছেন। এবার প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির পোস্টার।

সদ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল 'ব্রহ্মার্জুন' ছবির পোস্টার। এই ছবিতেই নায়কের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রোহনকে। শৌভিক দে পরিচালিত এই ছবির কাহিনি আবর্তিত হবে ঝাড়খণ্ডের দুই গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে। গালুডি ও শেখমুলুক- ঝাড়খণ্ডের দুই বিস্তীর্ণ অঞ্চল। গালুডিতে রাজত্ব চালায় নরেশ পাল ও তার দলবল এবং শেখমুলুক রয়েছে আলম শেখ ও তার দলের হাতে। এই দুই গোষ্ঠীর মধ্যে চোরাচালানকে কেন্দ্র করে চলে ক্ষমতা দখলের লড়াই। এই লড়াইয়ে একসময় ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন। ক্রমে তারা নরেশ ও আলমের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কীভাবে নিজেদের আধিপত্য বিস্তার করে তা নিয়েই ছবির গল্প। এই ছবিতেই ব্রহ্মা চরিত্রে দেখা যাবে রোহনকে। অন্যদিকে অর্জুনের ভূকিকায় রয়েছেন টলিপাড়ার আর এক পরিচিত মুখ অনিন্দ্য সেনগুপ্ত। 'এক্স=প্রেম', 'অতিউত্তম', 'নীহারিকা'র পর এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে অনিন্দ্যকে। ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
প্রসঙ্গত, রোহন ভট্টাচার্য তাঁর কেরিয়ার বড়পর্দা থেকে শুরু করলেও সেভাবে সাফল্য ধরা দেয়নি। বরং ছোটপর্দার কাজ তাঁকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। 'ভজগোবিন্দ', 'কলের বউ' , 'তুমি আশেপাশে থাকলে'- একের পর এক ধারাবাহিকে অভিনয় রোহনকে জনপ্রিয়তা এনে দিয়েছে। অনিন্দ্যর ঝুলিতে আবার রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা। আগামী মে মাসে 'ব্রহ্মার্জুন' বড়পর্দায় মুক্তি পাবে। এই দুই অভিনেতার কাঁধে ভর করে ছবি সাফল্যের মুখ দেখে কিনা এখন সেটাই দেখার বিষয়।