সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার দৌলতে কাজের ফাঁকে আমাদের দিনের অধিকাংশ সময়টাই চলে যায় ফোনে মুখ গুঁজে। মানসিকভাবে তা যে বেশ প্রভাব ফেলে সেকথা অস্বীকার করার নয়। এবার সেই মানসিক স্বাস্থ্য ভালো করতেই বড় পদক্ষেপ করলেন অভিনেতা রনিত রায় (Ronit Roy)। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র তাঁর জনপ্রিয়তা রয়েছে। দর্শকের পছন্দের অভিনেতা তিনি। এদিন নিজের সোশাল মিডিয়াতেই আনুষ্ঠানিকভাবে এই বিরতি নেওয়া প্রসঙ্গে জানান তিনি।
যদিও এই পোস্টে তিনি খোলসা করেছেন যে, সাময়িক বিরতি নিচ্ছেন। নিজেকে নতুন করে ফিরে পেতে ও নিজের পরিবারের সকলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবং তা যে খুবই জরুরি সেকথাও একবাক্যে স্বীকার করেছেন রনিত। এদিন সোশাল মিডিয়ায় রনিত এই সিদ্ধান্তের খবর জানিয়ে লিখেছেন, "আমি জানি আপনারা সকলেই আমাকে খুব ভালোবাসেন। আমি আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তা এককথায় অবর্ণনীয়। আপনাদের থেকে পাওয়া ভালবাসা ও সম্মান আমি আজীবন নিজের মনে রেখে দেব।"
রনিত আরও লেখেন, "আমার মনে হয় আমি জীবনের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের কথা ভাবাটা খুবই দরকার। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই আমি এই পথ অনুসরণ করতে শুরু করলাম। তবে তা সাময়িক। কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না কবে আবার ফিরব সোশাল মিডিয়ায়। আপনাদের থেকে এত ভালোবাসা পাওয়ার পর তা থেকে দূরে থাকা সত্যিই খুব কঠিন। তবে জীবনের সঠিক রাস্তায় হাঁটতে আমাকে এই পথ অনুসরণ করতেই হবে।" অনেকেই মনে করছেন সোশাল মিডিয়ার সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করার আগে এটিই রনিতের শেষ পোস্ট। যদিও তাঁর অনুরাগীরা অপেক্ষায় কবে পছন্দের অভিনেতা ফের সোশাল মিডিয়ায় ফিরবেন এবং একইসঙ্গে তাঁদের নতুন ছবি উপহার দেবেন তা নিয়েও।
