সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকেই তনুশ্রী চক্রবর্তীর বিয়ের খবরে শোরগোল টলিপাড়ায়! জীবনের নতুন ইনিংসের জন্য অভিনেত্রী আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। তবে এমন আবহে তনুশ্রী ভক্তদের 'মাথাব্যথা' রুদ্রনীল ঘোষের বিয়ে নিয়ে! একসময়ে গভীর প্রেমে ছিলেন তনুশ্রী-রুদ্রনীল। তবে পরে সেই সম্পর্কের তাল কাটলেও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। এবার প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর পেতেই 'ব্যাচেলর জীবন'কে বিদায় জানানোর ইচ্ছেপ্রকাশ করলেন রুদ্রনীল ঘোষ।
লাস ভেগাসে তনুশ্রীর বিয়ে (ছবি-সংগৃহীত)
সোশাল মিডিয়ায় প্রাক্তনের বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।' কিন্তু রুদ্রনীল নিজে কবে বিয়ে করছেন? প্রশ্নের মুখে অভিনেতার জবাব, "ইচ্ছে আছে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বিয়েটা সেরে ফেলার।" তাহলে নিশ্চয়ই পাত্রী ঠিক? সেপ্রসঙ্গে অবশ্য রুদ্রনীল জানালেন, "পাত্রী নির্বাচন করা হয়নি, তবে নিশ্চয়ই আমার মতো ট্রেন মিস করা কাউকে পেয়ে যাব।" এর আগে কানাঘুষো অভিনেতার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে রুদ্রনীল অবশ্য কোনওদিনই সেসব ধোঁয়াশা নিয়ে মুখ খোলেননি। এদিকে ভক্তমহল থেকে বন্ধুবৃত্ত সকলেই বারবার জানতে চেয়েছেন যে, অভিনেতা কবে বিয়ের পিঁড়িতে বসবেন? এবার শেষমেশ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই জানিয়ে দিলেন রুদ্রনীল ঘোষ। পাশাপাশি নবপরিণীতা তনুশ্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। তবে 'প্রাক্তন' প্রেমিকা কলকাতায় বিয়ে না করায় আপসোসও রয়েছে তাঁর। কীসের আক্ষেপ?
বছর খানেক আগে এক অনুষ্ঠানে রুদ্রনীল-তনুশ্রী (ছবি-সংগৃহীত)
সংবাদমাধ্যমের কাছে রুদ্রনীল জানিয়েছেন, তনুশ্রী কলকাতায় বিয়ে করলে পাত পেড়ে নিমন্ত্রণ খেতে পারতেন কিন্তু বিদেশে বিয়ে করায় সেই সুযোগ মিস হয়ে গেল তাঁর! প্রসঙ্গত, বিচ্ছেদের পরও তনুশ্রী এবং রুদ্রনীল বন্ধুত্ব বজায় রেখেছেন। আর সেই বন্ধুত্বের খাতিরেই এমন রসিকতা রুদ্রনীলের। সদ্য বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। জানিয়েছিলেন, লাস ভেগাসে ছুটি কাটাতে যাচ্ছেন, কিন্তু অভিনেত্রীকে না জানিয়েই তাঁর প্রেমিক বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেছিলেন। অগত্যা মা-বাবাকে ভিডিও কলে সাক্ষী রেখে মার্কিন মুলুক নিবাসী পাত্রের সঙ্গে বিয়ে সারেন তনুশ্রী।
