সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরের তীরে হালকা হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল প্রেমের গুঞ্জন। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল, 'মহারানি'র মন নাকি আর তাঁর কাছে নেই। সে মন নাকি চুরি করেছেন রচিত। অনেকেই বলেছিলেন, আংটি বদলও হয়ে গিয়েছে তাঁদের। যদিও হুমা কিংবা রচিত কেউই তাতে সিলমোহর দেননি। দুই লাভবার্ডই আরও একবার ধরা দিলেন একসঙ্গে। যেন দু'টিতে দু'জনে ডুবে রয়েছেন। হিমেশ রেশমিয়ার কনসার্টের সেই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। আর তা নিয়েই চলছে জোর চর্চা।
জানা গিয়েছে, হিমেশ রেশমিয়ার অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন দু'জনে। সেখানে ছবিশিকারীদের হাত থেকে নিজেদের এড়িয়ে থাকতে পারেননি হুমা-রচিত। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রচিত পিছন দিক থেকে হুমার গলা জড়িয়ে রয়েছেন। হাসিমুখে অনুষ্ঠান উপভোগ করছেন। আচমকাই হুমার কপালে চুমু দেন রচিত। তাতে লাজে রাঙা হুমা। ভাইরাল ভিডিওতে দু'জনের আচরণে বেশ স্পষ্ট হুমা-রচিত একে অপরের ঠিক কতটা কাছের।
বলিউডের অ্যাক্টিং কোচ রচিত সিং। জানা গিয়েছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে অনুষ্কা শর্মা, সইফ আলি খানের মতো তাবড় তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন রচিত। রবিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। গুঞ্জন সেই অভিনয় শিক্ষককেই নাকি মন দিয়ে বসে আছেন হুমা। প্রিয় বন্ধু সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশনেও রচিতের সঙ্গে রংমিলান্তি পোশাকে এসেছিলেন হুমা। সেছবিও পাপারাজ্জিদের লেন্স এড়ায়নি।
বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাক্টিং কোচ রচিত সিংয়ের সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন অভিনেত্রী। আর বলিপাড়ায় সেই খবর চাউর হয়েছে উভয়পক্ষের ঘনিষ্ঠ বন্ধু আকাসা সিংয়ের তরফে। আকাশা তাঁর ইনস্টা স্টোরিতে গত সেপ্টেম্বরে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই রচিত এবং হুমাকে রংমিলান্তি কালো পোশাকে দেখা গিয়েছিল। তবে জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি দিয়েছিল আকাসার লেখা ক্যাপশন। ছবির একেবারে উপরে লেখা ছিল, “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। রাতটা দারুণ কাটুক।” সেই ছবিতেই মধ্যমণি হুমা কুরেশির হাতের আঙুলে দেখা গিয়েছিল হিরের আংটি। তার উপর আবার সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা চুম্বন। সবমিলিয়ে দুয়ে দুয়ে ‘চার’করতে আর বাকি নেই বলিউডের কারও।
