shono
Advertisement

Breaking News

Sai Pallavi- Deepika Padukone-Kalki 2

'কল্কি'র সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে দক্ষিণী অভিনেত্রী! নির্মাতাদের ভাবনায় কে?

ছবির সিক্যুয়েল থেকে দীপিকাকে সরানোর পর কাকে নেওয়া হবে ওই চরিত্রে সেই কৌতূহল ছিল সকলের মনেই। এবার সেই প্রশ্নেরই উত্তর মিলল।
Published By: Arani BhattacharyaPosted: 10:43 AM Jan 29, 2026Updated: 10:55 AM Jan 29, 2026

২০২৫ সালটা দীপিকা পাড়ুকোনের কেরিয়ার নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। প্রথম্নে বাদ পড়েছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে। এরপর আট ঘণ্টার শিফটে শুটিং করার শর্ত দিয়ে 'কল্কি'র সিক্যুয়েল থেকে বাদ পড়েন দীপিকা। এমনকী তাঁর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল সেইসময়। এখানেই শেষ নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি থেকে বাদ দেওয়া হয় নায়িকার নামও। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন দীপিকা অনুরাগীরা। ওই ছবির সিক্যুয়েল থেকে দীপিকাকে সরানোর পর কাকে নেওয়া হবে ওই চরিত্রে সেই কৌতূহল ছিল সকলের মনেই। এবার সেই প্রশ্নেরই উত্তর মিলল।

Advertisement

সূত্রের খবর, দীপিকাকে সরানোর পর সেই চরিত্রে নাকি এবার অভিনয় করতে চলেছেন সাই পল্লবী। যদিও এই নিয়ে অভিনেত্রী এবং নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বলে রাখা ভালো, 'কল্কি'র সিক্যুয়েলে প্রথমে পরিচালকের পছন্দ ছিলেন দীপিকাই। সেই মতো শুটিংও শুরু করেছিলেন। প্রায় কুঁড়ি দিন তিনি শুটিংও সেরে ফেলেন এরপরই পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে শুরু হয় জটিলতা। আর তারপরই এই ছবি থেকে সরানো হয় নায়িকাকে। নির্মাতাদের তরফে জানানো হয় যে, তাঁদের ছবিতে দীপিকা থাকছেন না। যেহেতু দিপকা প্রথমে এই ছবির শুটিং বেশ খানিকটা করেছিলেন সেক্ষেত্রে সাই পল্লবীকে কীভাবে পরিচয় করানো হবে ছবিতে এই নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছে। কানাঘুষো শোনা যাচ্ছে। 'কল্কি'র সিক্যুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত হিসেবে দেখানো হবে।

দীপিকা পাড়ুকোন ও সাই পল্লবী। ছবি: সোশাল মিডিয়া

যদিও একের পর এক ছবি থেকে বাদ পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতেই দেখা গিয়েছিল দীপিকাকে। মাতৃত্বের জার্নি উপভোগ করা ও সন্তানকে সময় দেওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। এমনকী 'কল্কি'র সিক্যুয়েল থেকে বাদ পড়ার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, "আমার এই শর্ত দেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। আমি এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি বরাবর নিজের লড়াই নিজেই লড়তে পছন্দ কঋ। এবারও তাই করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement