shono
Advertisement
Shreya Ghoshal

'প্রিয় অরিজিৎ, এটাই তোমার গর্জে ওঠার সময়', প্লেব্যাক সম্রাটকে নয়া ইনিংসের শুভেচ্ছা 'সম্রাজ্ঞী' শ্রেয়ার

Arijit Singh's Playback Retirement: প্লেব্যাক 'সম্রাজ্ঞী' শ্রেয়া ঘোষাল অরিজিতের সিদ্ধান্তে মন খারাপ করতে নারাজ। বরং এতে সুদূরপ্রসারী ইতিবাচক দিকই দেখছেন গায়িকা।
Published By: Sandipta BhanjaPosted: 04:21 PM Jan 28, 2026Updated: 05:21 PM Jan 28, 2026

অরিজিৎ সিং প্লেব্যাক দুনিয়াকে 'আলবিদা' জানানোর পর গত চব্বিশ ঘণ্টায় তোলপাড় সোশাল মিডিয়া। মঙ্গলবার রাতে জিয়াগঞ্জের ভূমিপুত্রের এক পোস্ট নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সিনেদুনিয়ার প্লেব্যাক সম্রাটের আকস্মিক অবসর ঘোষণায় তাঁর আসমুদ্রহিমাচলের অনুরাগীদের মনখারাপ। যদিও ওয়াকিবহালমহলের একাংশ, অরিজিৎ সিংয়ের এহেন সিদ্ধান্তকে 'নতুন শুরুয়াত' কিংবা 'সঙ্গীতের অতল সাগরে অমৃতকুম্ভের সন্ধান' বলেই মনে করছেন, তবে দ্বিমতও যে নেই, এমনটা নয়। খোদ বলিউডের তাবড় সঙ্গীতশিল্পীরা পর্যন্ত আক্ষেপ প্রকাশ করেছেন। তবে প্লেব্যাক 'সম্রাজ্ঞী' শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) অরিজিতের সিদ্ধান্তে মন খারাপ করতে নারাজ। বরং এতে সুদূরপ্রসারী ইতিবাচক দিকই দেখছেন গায়িকা।

Advertisement

"প্রিয় অরিজিৎ এটা তোমার গর্জে ওঠার সময়"- শ্রেয়া ঘোষাল। 

শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং, দুই বঙ্গসন্তান যে প্লেব্যাকের দুনিয়ায় বিগত কয়েক বছর ধরেই শীর্ষস্থানে রয়েছেন, সেকথা অস্বীকার করার কোনও জায়গা নেই। বলিউড হোক কিংবা বাংলা সিনেমা, বহু গানে একসঙ্গে কণ্ঠও দিয়েছেন তাঁরা। তাই অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে শ্রেয়ার কী মত? স্বাভাবিকভাবেই শ্রোতামহলের অন্দরে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। অবশেষে সহশিল্পীকে নিয়ে মুখ খুললেন গায়িকা। শ্রেয়ার মন্তব্য, "এটা অরিজিৎ সিংয়ের জন্য নতুন সূচনা। তাই ওর নতুন কাজ শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। আমি সত্যি খুব উত্তেজিত! তবে এই বিষয়টিকে এক অধ্যায়ের অবসান বলতে নারাজ আমি। কারণ অরিজিতের মাপের একজন শিল্পীকে কখনও চেনা গণ্ডিতে বেঁধে দেওয়া উচিত হবে না।" শুধু তাই নয়, গায়কের 'চিয়ারলিডার' হিসেবে শ্রেয়া বললেন, "প্রিয় অরিজিৎ এটা তোমার গর্জে ওঠার সময়।"

ঠিক কী কারণে অরিজিৎ সিং প্লেব্যাক ছাড়লেন? সেই বিষয়ে এইমুহূর্তে একাধিক ত্বত্ত্ব চাউড় হয়েছে সিনেপাড়ায়। একদিকে ভক্তদের একাংশের আক্ষেপ, 'আর কখনও সিনেমার পর্দায় অরিজিতের সুরের মূর্ছনায় নায়ক-নায়িকার রোম্যান্স, মান-অভিমান, বিচ্ছেদযন্ত্রণা জীবন্ত হবে না।' অন্যদিকে আরেকাংশ অরিজিৎকে 'ফিনিক্স পাখি' আখ্যা দিয়ে বলছেন, 'গুরু এবার নতুনভাবে আসছেন। তবে ব্রেক কে বাদ!' এমন আবহেই অরিজিৎ সিংকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানালেন শ্রেয়া ঘোষাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement