shono
Advertisement
Salman Khan

গুটখার বিজ্ঞাপন করায় বিতর্ক! আইনি জটিলতার মাঝে আদালতে সলমনের সাফাই, 'ওটা তো এলাচ'

সম্প্রতি সলমনের বিরুদ্ধে কোটার ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা।
Published By: Sandipta BhanjaPosted: 11:27 AM Nov 29, 2025Updated: 12:58 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানমশলার বিজ্ঞাপন করে আইনি বিপাকে সলমন খান (Salman Khan)। সম্প্রতি বলিউড সুপারস্টারের বিরুদ্ধে রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি। সেই প্রেক্ষিতেই এবার আদালতের কাছে সলমনের সাফাই, "ওটা এলাচ, গুটখা নয়।"

Advertisement

গুটখা কিংবা পানমশলা জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনী প্রচারের জেরে তারকাদের আইনি জটিলতায় জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগে অক্ষয় কুমার, অজন দেবগনকেও আইনি গেরোয় পড়তে হয়েছিল। এবার সেই তালিকায় নতুন সংযোজন সলমন খানের নাম। ভাইজানের পানমশলার বিজ্ঞাপনের বিরোধিতা করে বিজেপি নেতা আদালতের কাছে অভিযোগ করেছিলেন, "সলমন একজন জনপ্রতিনিধি। তাঁকে দেখে তাঁর দর্শক-অনুরাগীরা তো বটেই, তরুণ প্রজন্মও প্রভাবিত হয়। তাই শিল্পী হিসেবে সমাজের প্রতি তাঁর একটা দায়বদ্ধতা রয়েছে। সেক্ষেত্রে কী করে সলমন এমন জিনিসের প্রচার করতে পারেন? এই বিজ্ঞাপনে বলা হয়েছে এটি নাকি কেশরে ভরপুর পানমশলা। কিন্তু প্রশ্ন, ১ কেজি কেশরের দাম যেখানে চার লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকায় এই পানমশলার প্যাকেট বিকোচ্ছে কীভাবে? সলমন তো পুরোপুরি বিভ্রান্তি ছড়াচ্ছেন। আর গুটখা জাতীয় দ্রব্য স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর। এর ফলে ফলে শরীরে ক্যানসারও বাঁধতে পারে।" সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ক্রেতা সুরক্ষা আদালতের তরফে সলমনের জবাব চাওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার 'ভাইজানে'র হয়ে মুখ খুললেন তাঁর আইনজীবী আশীষ দুবে।

সলমনের আইনজীবী জানিয়েছেন, এই মামলা কনজিউমার কমিশনের আওতাভুক্ত নয়। তাছাড়া সলমন নিজে পানমশলার প্রস্তুতকারক কিংবা পরিষেবা প্রদানকারী নন, সেই প্রেক্ষিতে আইনিভাবে ওঁকে এই মামলায় জড়ানো অনুচিত। তাঁর সংযোজন, অভিযোগকারী অযথা সংশ্লিষ্ট ইস্যুতে সলমনকে জড়িয়ে হেনস্তা করছেন। বলিউড সুপারস্টারের হয়ে তাঁর আইনজীবী আদালতের কাছে জানালেন, সলমন তো গুটখা বা পান মশলার বিজ্ঞাপন করেন না। ওটা রুপোলি রাংতায় মোড়া এলাচ। যা গুটখা জাতীয় দ্রব্যের আওতায় পড়ে না। ফলত এই মামলা ভিত্তিহীন। তবে সমস্যা এখানেই শেষ নয়! মামলাকারী বিজেপি নেতার আইনজীবীর দাবি, "আদালতের নথিপত্রে করা সই সলমনের নিজের নয়। তাই পরবর্তী শুনানিতে ওঁকে যেন সশরীরে হাজির থাকার নির্দেশ দেয় আদালত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ওটা এলাচ, আমি গুটখার বিজ্ঞাপন করি না', আইনি জটিলতার মাঝে আদালতে 'সাফাই' সলমন খানের।
  • বলিউড সুপারস্টারের বিরুদ্ধে রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি।
Advertisement