shono
Advertisement
Salman Khan

দেশাত্মবোধ উসকে দিলেন অরিজিৎ, 'গালওয়ান'-এর 'মাতৃভূমি' গানে সলমন বোঝালেন, সবার আগে দেশ

সলমনের অ্যাকশন ঘরানার 'ব্যাটল অফ গালওয়ান' ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের।
Published By: Sayani SenPosted: 02:51 PM Jan 24, 2026Updated: 03:45 PM Jan 24, 2026

সামনেই সাধারণতন্ত্র দিবস। তার আগে গানে গানে দেশাত্মবোধ উসকে দিলেন অরিজিৎ সিং। 'ব্যাটল অফ গালওয়ান'-এর 'মাতৃভূমি' গানে সে সুর বেঁধে দিলেন বাংলার 'ঘরের ছেলে'। গানটির দৃশ্যায়নে সলমন খান। তিনি সংকল্প নিলেন,বাঁচবেন মাতৃভূমির জন্য। আবার প্রয়োজন প্রাণও দেবেন দেশের জন্য। দেশাত্মবোধের উসকে দেওয়া এই গানটি মুক্তি পাওয়ামাত্রই ভাইরাল। হু হু করে বাড়ছে ভিউ।

Advertisement

যদিও প্রথম থেকে সলমনের (Salman Khan) অ্যাকশন ঘরানার 'ব্যাটল অফ গালওয়ান' ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। আর হবে না-ই বা কেন? একে তো এই ছবিটি ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এখন নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। গত ২৭ ডিসেম্বর, জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি 'ব্যাটল অফ গালওয়ান' ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। তবে পরিচালক অপূর্ব লাখিয়ার ছবির টিজার নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ চিনা সেনাবাহিনী। সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ নিধন দেখে ফুঁসে ওঠে বেজিং। চিনের দাবি, "বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।" শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অফ গালওয়ান’কে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে। এবার সাড়া ফেলল ছবির নতুন গান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement