সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে তাঁর জাদুতে বাকরুদ্ধ। আর হবে না-ই বা কেন? বলিউডের বাদশা বলে কথা। কিন্তু তা বলে তাঁর জন্য মুম্বইয়ে শতাধিক বিয়ে পিছিয়ে গিয়েছিল জানেন? নেপথ্য কারণ জানলে চমকে যাবেন।

ঘটনা কমপক্ষে দু'দশক আগের। সেই সময় শাহরুখ-ঐশ্বর্যর 'দেবদাস' ছবির শুটিং চলছিল। ৫০ কোটি টাকা বাজেটের ছবির সেট ছিল নজরকাড়া। মুম্বইতে কমপক্ষে এক কিলোমিটার এলাকাজুড়ে পর্দার চন্দ্রমুখী মাধুরীর কোঠার জমকালো সেট তৈরি করা হয়। ওই সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর কথা বলেন সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান। আলো জ্বালানোর জন্য মুম্বইয়ের যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নিয়ে নেওয়া হয়।
তার ফলে ওই সময়ে মুম্বইতে জেনারেটের আকাল দেখা যায়। তার ফলে বহু বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান স্মৃতির পাতা ঘেঁটে এমন অভিজ্ঞতার কথা জানান। সেদিন সত্যি কিছুটা খারাপ লাগে বিনোদের। তবে ছবি মুক্তির পর বক্সঅফিসে ঝড় তোলে। ১৬৮ কোটি টাকা উপার্জন করে ছবিটি। বিপুল সাফল্যের পর নাকি সিনেমাটোগ্রাফারের আফশোস কমেছে বেশ খানিকটা।