shono
Advertisement
Samantha-Raj Nidimoru's Wedding

'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজের সঙ্গে সংসার পাতলেন সামান্থা, 'সতীনে'র কটাক্ষ, 'বেপরোয়া লোকজন...'

রাজ নিদিমরুর সঙ্গে সামান্থার বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া প্রাক্তন স্ত্রী শ্যামলীর?
Published By: Sandipta BhanjaPosted: 03:32 PM Dec 01, 2025Updated: 04:04 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বর, কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে চুপিসারে 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সামান্থা রুথ প্রভু। পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। গত দেড় বছর ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও রাজ-সামান্থা যে এই শীতেই চারহাত এক করতে চলেছেন, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বলিউড কিংবা দক্ষিণের সিনেদুনিয়া। অতঃপর সোমবার যখন দক্ষিণী সুন্দরী লিঙ্গ ভৈরবী মন্দির থেকে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন, তখন উচ্ছ্বসিত অনুরাগীমহল ততটাই হতবাক! এমন আবহে সোশাল পাড়ায় ভাইরাল রাজের প্রাক্তন তথা প্রথমা স্ত্রী শ্যামলী দে'র ইঙ্গিতপূর্ণ পোস্ট।

Advertisement

বিয়ের আসরে রাজ-সামান্থা (ছবি- ইনস্টাগ্রাম)

রাজ-সামান্থার বিয়ের আগের রাতে শ্যামলী নিজের সোশাল মিডিয়ায় লেখেন, 'বেপরোয়া লোকজন বেপরোয়া কাজকর্মই করে।' এদিন রাতেই আবার ব্যক্তিগত বিমানে আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে ত্রিশজনকে নিয়ে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা হয়েছিলেন রাজ এবং সামান্থা। বিয়ের গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই। কানাঘুষো খবর পৌঁছয় রাজের প্রথম স্ত্রী শ্যামলী দে'র কাছেও। সেই সূত্রেই রাজ-সামান্থার বিয়ের দিন সোমবার সকাল থেকে চর্চায় সামান্থার 'সতীনে'র পোস্ট। বলিউড মাধ্যম সূত্রে খবর, নবপরিণীতা নায়িকাকে কটাক্ষ করেই এহেন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শ্যামলী! যদিও বিয়ের ছবি শেয়ার করে কতিপয় শব্দও খরচ করেননি সামান্থা, তবে দক্ষিণী সুন্দরীর দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার ভক্তমহলে। তাঁদের মতে, 'নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর রোগভোগ করে অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন সামান্থা। এখন তাঁর থিতু হওয়ার সময়।'

প্রথম স্ত্রী শ্যামলী দে'র সঙ্গে রাজ নিদিমরু (ছবি- সংগৃহীত)

প্রসঙ্গত, রাজ নিদিমরুর প্রথম স্ত্রী শ্যামলী নিজেও ফিল্মিদুনিয়ার মানুষ। সহকারী পরিচালক এবং ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে 'রং দে বসন্তী', 'ওমকারা', 'এক নদীর গল্প' নামে একাধিক ছবিতে কাজ করেছেন। এমনকী 'ফ্যামিলি ম্যান' পরিচালককেও নাকি বহু ছবি-সিরিজের কাস্টিংয়ে সাহায্য করেছেন তিনি। ২০১৫ সালে রাজের সঙ্গে বিয়ে করেছিলেন শ্যামলী। তবে ২০২২ সালে তাঁদের দাম্পত্যে চিঁড় ধরে। পরবর্তীতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সেসময়েই সামান্থার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন রাজ নিদিমরু। এবার অতীত সম্পর্ক, বিয়ে-ডিভোর্স ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা এবং রাজ। যে আবহে চর্চায় পরিচালকের প্রথম স্ত্রীর কটাক্ষে ভরা পোস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পয়লা ডিসেম্বর, কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে চুপিসারে 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সামান্থা রুথ প্রভু।
  • এমন আবহে সোশাল পাড়ায় ভাইরাল রাজের প্রাক্তন তথা প্রথমা স্ত্রী শ্যামলী দে'র ইঙ্গিতপূর্ণ পোস্ট।
  • শ্যামলী নিজের সোশাল মিডিয়ায় লেখেন, 'বেপরোয়া লোকজন বেপরোয়া কাজকর্মই করে।'
Advertisement