shono
Advertisement
Samantha Ruth Prabhu Wedding

১০ মাস আগেই 'ফ্যমিলি ম্যান' পরিচালকের সঙ্গে গোপনে বাগদান সারেন সামান্থা, ধরিয়ে দিল বিয়ের আংটি!

রাজ-সামান্থার বিয়ের পরই ফাঁস 'গোপন বাগদানে'র খবর।
Published By: Sandipta BhanjaPosted: 10:58 AM Dec 02, 2025Updated: 12:43 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বিয়ে নয়, 'ফ্যমিলি ম্যান' পরিচালকের সঙ্গে বাগদানও চুপিসারে সেরেছেন সামান্থা রুথ প্রভু। ধরিয়ে দিল বিয়ের আংটিই! সোমবার সদগুরুর ইশা যোগা সেন্টারে 'ভূতা শুদ্ধি' মতে সামান্থার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজ নিদিমরু। আর তারকাযুগলের বিয়ের দিনই ফাঁস হল 'গোপন বাগদানে'র খবর। কীভাবে?

Advertisement

সামান্থার দ্বিতীয় বিয়ের আংটি নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় বিস্তর চর্চা। মুঘলযুগের নকশাকাঁটা এই আংটির দাম নাকি ৫০ লক্ষ টাকা। গত চব্বিশ ঘণ্টায় 'পোর্ট্রেট-কাট' এই হিরের আংটির ঠিকুজি-কুষ্ঠি প্রায় ঘেঁটে বের করেছে নেটভুবন! আর সেখানেই 'কেঁচো খুঁড়তে কেউটে'। সোমবার বিয়ের দিন অভিনেত্রীর হাতে যে হিরের আংটি জ্বলজ্বল করছিল, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই একই আংটি পরে একটি ছবি শেয়ার করেছিলেন সামান্থা। আর সেটা দেখেই দুয়ে দুয়ে চার করলেন নেটবাসিন্দারা। অনুমান, দশ মাস আগেই রাজ নিদিমরুর সঙ্গে গোপনে বাগদান সেরেছেন সামান্থা রুথ প্রভু।

বিয়ের আসরে রাজ-সামান্থা (ছবি- ইনস্টাগ্রাম)

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসের সপ্তাহে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন দক্ষিণী সুন্দরী। সেসময়ে 'ফ্যমিলি ম্যান' পরিচালকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন তুঙ্গে। এমনকী দাবানল গতিতে এমন খবরও রটে যায় যে, রাজের সঙ্গে নাকি সহবাসের জন্য নাকি বাড়ি খুঁজছেন সামান্থা। যদিও অভিনেত্রীর টিমের তরফে এহেন গুঞ্জন নস্যাৎ করে দেওয়া হয়, তবে প্রেমের খবর কি আর চাপা থাকে? কখনও বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টিতে, কখনও বা বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন রাজ-সামান্থা। প্রেমের জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতি করে ফ্রেব্রুয়ারি মাসে সামান্থার শেয়ার করা সেই ছবি, যেখানে নায়িকার হাতে জ্বলজ্বল করছিল হিরের আংটি। সোমবার মন্দিরে লিঙ্গ ভৈরবীকে সাক্ষী রেখে আবারও সেই আংটি সামান্থার হাতে পরিয়ে দেন রাজ নিদিমরু। নেটপাড়ার খুঁড়ে বের করা দশ মাসের আগের সেই পোস্টই এবার গোপনে বাগদান সারার জল্পনা উসকে দিল। যা নিয়ে বর্তমানে তুমুল চর্চা। যদিও বিয়ের ছবি শেয়ার করার পর থেকে 'লাপাতা' নবদম্পতি। সোশাল পাড়ায় আর কোনওরকম উচ্চবাচ্চ্যও করেননি শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো ছাড়া!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুধু বিয়ে নয়, 'ফ্যমিলি ম্যান' পরিচালকের সঙ্গে বাগদানও চুপিসারে সেরেছেন সামান্থা রুথ প্রভু।
  • ধরিয়ে দিল বিয়ের আংটিই!
  • বিয়ের দিন অভিনেত্রীর হাতে যে হিরের আংটি জ্বলজ্বল করছিল, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই একই আংটি পরে একটি ছবি শেয়ার করেছিলেন সামান্থা।
Advertisement