সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই সামান্থা রুথ প্রভুর বিয়ে নিয়ে জল্পনা। কানাঘুষো, দক্ষিণী নায়িকা নাকি চুপিসারে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। এবার বেলা বাড়তেই ধোঁয়াশা সরিয়ে খোদ বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন সামান্থা। কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে লিঙ্গ ভৈরবী মন্দিরে শিব সাক্ষী রেখে 'ফ্যামিলি ম্যান' পরিচালকের সঙ্গে মালাবদল করলেন অভিনেত্রী।
বলিউড মাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠ ৩০জনকে নিয়ে মুম্বই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা হন রাজ এবং সামান্থা। তার পর সোমবার সকালে দুই পরিবারের কতিপয় আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ভৈরবী মন্দিরে নিয়মমাফিক সিঁদুরদান, মালাবদল হল। গত সপ্তাহান্তেই ডেভিড বেকহ্যামের অনুষ্ঠানে 'উ আন্তাভামা গার্ল'-এর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছিল। তবে ঘুণাক্ষরেও টের পেতে দেননি যে দিন তিনেকের মধ্যেই ছাঁদনতলায় বসতে চলেছেন তিনি। নাগা চৈতন্যর সঙ্গে একযুগের প্রেমের বিয়ে মাত্র একবছরে ভেঙেছিল। ঘনিষ্ঠ সূত্র বলছে, সেই প্রেক্ষিতেই দ্বিতীয়বার বিয়ের আগে কাকপক্ষীতেও টের পেতে দেননি অভিনেত্রী!
বিয়ের আসরে রাজ নিদিমরু, সামান্থা রুথ প্রভু (ছবি- ইনস্টাগ্রাম)
ছিমছাম বিয়ের অনুষ্ঠানের জন্য সামান্থা বেছে নিয়েছিলেন লাল টুকটুকে বেনারসি। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের সোনার গয়না। হাত রাঙানো মেহেন্দিতে আর সিঁথিতে সিঁদুর। অন্যদিকে রাজ নিদিমরুকে দেখা গেল শ্বেতশুভ্র পাঞ্জবি-পাজামা আর আইভরি রঙের নেহরু কোটে। বিয়ের পর নবদম্পতির মুখে 'হাইভোল্টেজ হাসি'। সোমবার বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে শুধু পয়লা ডিসেম্বরের তারিখ উল্লেখ করেছেন সামান্থা। আর সেই পোস্টের কমেন্ট বক্সেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় চার বছর। প্রাক্তন নাগা এখন নতুন বউ শোভিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। মাঝেমধ্যেই তাঁদের সংসার সুখের ঝলক উজাড় করে দেন সোশাল মিডিয়ায়। এবার 'ফ্যামিলি ম্যান' পরিচালকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা রুথ প্রভু। চব্বিশ সাল থেকেই রাজ নিদিমরুর সঙ্গে দক্ষিণী অভিনেত্রীর প্রেমের জল্পনা শোনা গিয়েছিল। এমনকী, সম্পর্ককে নাকি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সহবাসের জন্য বাড়িও খুঁজছিলেন তাঁরা। এবার পয়লা ডিসেম্বর সাতসকালে চুপিসারেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন সামান্থা।
