সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা হাত ধরাধরি করে চলে। 'অ্যানিম্যাল' ছবিতে অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। তারপরও নানা ধরনের মন্তব্য করে বারবার সমালোচিত হয়েছেন সন্দীপ। এবার তিনি বলে বসলেন, আইএএস হওয়ার চেয়ে ছবি পরিচালনা ঢের কঠিন কাজ।

একটি পডকাস্টে কথা বলছিলেন সন্দীপ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, বহু মানুষ 'অ্যানিম্যাল'-এর সমালোচনা করেছেন। এমনকী প্রয়োজনে দীর্ঘ ভিডিও পোস্ট করেন তাঁরা। আর এরপরই বিকাশ দিব্যকৃতি নামের এক আইএএস অফিসারের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, ''একজন আইএএস অফিসার আছেন। উনি এক গুরুগম্ভীর সাক্ষাৎকারে বললেন, 'অ্যানিম্যাল'-এর মতো ছবি তৈরি করা উচিত নয়। উনি যেভাবে কথা বলছিলেন, তা শুনে মনে হচ্ছিল যেন কোনও অপরাধ করে ফেলেছি আমি। বলছিলেন, একদিনে 'টুয়েলভথ ফেল'-এর মতো ছবি তৈরি হচ্ছে, অন্যদিকে অ্যানিম্যাল সমাজকে পিছনদিকে নিয়ে যাচ্ছে।''
আর এরপরই তিনি বলেন, ''অকারণে হামলা করলে তো একশো শতাংশ রাগ হবেই। উনি একজন আইএএস অফিসার। পড়াশোনা করে হয়েছন। আমি মনে করি, দিল্লি যাও, কোনও ইনস্টিটিউটে ভর্তি হও, জীবন থেকে ২-৩ বছর দাও। ব্যাস, আপনি আইএএস হয়ে যাবেন। চাইলে হাজার দেড়েক বই পড়ুন, তাহলেই আইএএস ক্র্যাক করতে পারবেন। কিন্তু আপনাকে আমি লিখে দিতে পারি. একজন লেখক ও পরিচালক হওয়ার জন্য কোনও কোর্স, কোনও শিক্ষক নেই।''
প্রসঙ্গত, বক্স অফিসে ঝড় তুলেছিল 'অ্যানিম্যাল'। ব্যবসার দিক থেকে এই ছবি রেকর্ড করেছিল। তবে ছবিতে অতিরিক্ত হিংসা দেখানোর জন্য সমালোচকরা কিন্তু মোটেই ভালো চোখে দেখেননি। অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবার এই পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি।