shono
Advertisement

Breaking News

Sanjay Leela Bhansali-Indian Cinema-Republic Day

ভারতীয় বিনোদুনিয়ায় ইতিহাস, এবার সাধারণতন্ত্র দিবসে প্রদর্শিত হবে সিনেমার ট্যাবলো

ভারতীয় ছবিকে এবার রাজপথেই জানানো হবে বিশেষ সম্মান। এবার সাধারণতন্ত্র দিবসে ভারতীয় চলচ্চিত্র জগৎকে নিয়ে প্রদর্শিত হতে চলেছে একটি বিশেষ ট্যাবলো।
Published By: Arani BhattacharyaPosted: 02:16 PM Jan 22, 2026Updated: 05:15 PM Jan 22, 2026

ভারতীয় বিনোদুনিয়ায় তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। এবার রুপোলি পর্দায় নয়, বরং ভারতীয় ছবিকে এবার রাজপথেই জানানো হবে বিশেষ সম্মান। এবার সাধারণতন্ত্র দিবসে ভারতীয় চলচ্চিত্র জগৎকে নিয়ে প্রদর্শিত হতে চলেছে একটি বিশেষ ট্যাবলো। এ যে ভারতীয় বিনোদুনিয়ায় এক নতুন মাইলফলক তা বলাই বাহুল্য। আর সেই ইতিহাস লেখা হবে এবার বলিউডের স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির হাত ধরে। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় চলচ্চিত্রর বিশেষ এই ট্যাবলো নির্মাণের গুরুদায়িত্ব দিয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে।

Advertisement

জানা যাচ্ছে এই বিশেষ ট্যাবলোটি প্রদর্শিত হবে দিল্লির কর্তব্য পথে ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে। আর তা যে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন মাত্রা যোগ করবে সে কথা বলাই বাহুল্য। এই নিয়ে পরিচালক কোনও রকম মুখ না খুললেও, কানাঘুষো এই নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে। গুঞ্জন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ধ্বজাধারী সঞ্জয় লীলা বনশালির হাত ধরেই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেই প্রদর্শিত হবে বিশেষ ট্যাবলোটি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তাঁকেই এই উদ্যোগের অন্যতম শরিক হিসেবে মনে করছে।

বলিউডে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ঠিক কী অবদান তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'বাজিরাও মাস্তানি'। 'পদ্মাবত', 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-এর মতো ছবির হাত ধরে ভারতীয় বিনোদুনিয়ায় এক বিশেষ দিক উন্মোচন করেছেন পরিচালক। আগামীতে তাঁর 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। তার মাঝেই এমন খবরে খুশির আমেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement