shono
Advertisement
Saswata Chatterjee on Anil Kapoor

'চেহারা-খাদ্যাভ্যাস নিয়ে রোজ খোঁটা দিতেন', অনিল কাপুরের পরামর্শেই ডায়েট বদল শাশ্বতর

'মিস্টার ইন্ডিয়া'কে নিয়ে কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়?
Published By: Sandipta BhanjaPosted: 01:01 PM Jun 03, 2025Updated: 01:33 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে 'ষাটোর্ধ্ব সুপারস্টার'-এর তালিকায় নিঃসন্দেহে অনিল কাপুরের (Anil Kapoor) নাম শীর্ষে। 'মিস্টার ইন্ডিয়া'র তারুণ্য যেন চুইয়ে পড়ছে। বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র! ৬৭ বছর বয়সেও যে কেউ এতটা ফিট হতে পারেন, সেটা অনিলকে না দেখলে বিশ্বাস করা দায়। নিয়মমাফিক শরীরচর্চা, যথাযথ ডায়েটে এই বয়সেও গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। চাইলে বর্তমান প্রজন্মের তারকাদেরও ফিটনেসে টেক্কা দিতে পারেন। বি-টাউনের সেই 'চিরতরুণ' অভিনেতাই নাকি সেটে নিত্যদিন শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee) তাঁর শারীরিক গড়ন এবং খাদ্যাভ্যাস নিয়ে খোঁটা দিতেন!

Advertisement

'নাইট ম্যানেজার' সিরিজে অনিল কাপুরের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। বঙ্গসন্তানের পারফরম্যান্স দেখে বড় সার্টিফিকেটও দিয়েছিলেন 'মন্ত্রমুগ্ধ' অনিল কাপুর। বলেছিলেন, "এই সিরিজে তুমি আমার থেকেও ভালো অভিনয় করেছো।" আর সেই সিরিজে কাজ করার সময়েই শাশ্বতর শরীরী গড়ন নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা। কীরকম? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত সেপ্রসঙ্গে মুখ খোলেন। তিনি জানান, "এর মধ্যে অনিল কাপুরের সঙ্গে অনেকদিন ধরে অভিনয় করলাম। খাওয়াদাওয়া আর আমার চেহারা নিয়ে ভদ্রলোক আমাকে নিয়মিত খোঁটা দিতেন।" যদিও শাশ্বত চট্টোপাধ্যায় একবাক্যে স্বীকার করে নেন যে, অনিল কাপুর ইতিবাচকভাবেই সেসব পরামর্শ দিতেন। শাশ্বত বলেন, "আমার ভালোর জন্যই বলতেন। আমাকে উদাহরণ দিতেন- ওই হিরোটিকে দেখো, তোমারই মতো বয়স হয়তো ওর, কিন্তু সে সিক্স প্যাক নিয়ে ঘুরছে। আর তুমি ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরছ।" শুধু তাই নয়, শাশ্বতকে অনুপ্রেরণা জোগানোর জন্য অনিল কাপুর এও বলতেন যে, "তোমার মধ্যে পসিবিলিটিজ রয়েছে।" তার পর থেকেই নাকি ডায়েট চার্টে বদল এনেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। মেপেঝুপে খান।

সংশ্লিষ্ট সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, তিনি যখন সকালে কফি নিয়ে বের হতেন, তখন অনিল কাপুরকে দেখতেন উনি জিম থেকে শরীরচর্চা করে বেরচ্ছেন। ৬৭ বছরের তারকার মধ্যে অনুপ্রেরণা খুঁজে পেয়ে তাই বর্তমানে খাওয়াদাওয়ায় রাশ টেনেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলা সিনেইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে যিনি বর্তমানে বলিউড এবং দক্ষিণী সিনেদুনিয়াতেও সমুজ্জ্বল। 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমায় 'কমান্ডার মানস'-এর চরিত্রে অভিনয় করার পর থেকে জাতীয়স্তরেও অভিনেতার অনুরাগী সংখ্যাও বেড়েছে। ইতিমধ্যেই বলিউড, দক্ষিণের একাধিক প্রথমসারির অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন শাশ্বত। অনিল কাপুরের সঙ্গে 'নাইট ম্যানেজার' সিরিজেও অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেটে নিত্যদিন শাশ্বত চট্টোপাধ্যায়কে তাঁর শারীরিক গড়ন এবং খাদ্যাভ্যাস নিয়ে খোঁটা দিতেন অনিল কাপুর!
  • 'নাইট ম্যানেজার' সিরিজে অনিল কাপুরের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে।
  • শাশ্বত বলেন, "আমার ভালোর জন্যই বলতেন।"
Advertisement