সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় দুপুরে মায়ানগরীতে কার্যত জনজোয়ার। সকাল থেকেই কিং খানকে একঝলক দেখার জন্য প্রহর গুনছিলেন ভক্তরা। কিন্তু শেষমেশ সেই আশা পূরণ হল না। প্রতিবারের মতো এবার আর নিজের জন্মদিনে শাহরুখ মন্নতের বারান্দায় এসে হাত নাড়ালেন না। অনুরাগীদের দিকে ছুড়ে দিলেন না ফ্লায়িং কিস। যে কারণে সকলের কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি।
এই মুহূর্তে মন্নত ছেড়ে অস্থায়ী ঠিকানা আলিবাগে থাকে শাহরুখ ও তাঁর পরিবার। জল্পনা চলছিল তাহলে কি এইবছর মন্নতের বারান্দা থেকে তাঁর সেই আইকনিক 'বার্থডে অ্যাপিয়ারেন্স' দেখতে পাওয়া যাবে না? সেই আশঙ্কাই সত্যি হল। এদিন এক্স হ্যান্ডেলে শাহরুখ এর জন্য দুঃখপ্রকাশ করেন। সঙ্গে কেন এবার সিদ্ধান্ত বদলাতে হল, তার ব্যাখ্যাও দিলেন।
কিং খান লেখেন, 'আমার জন্য যাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তাঁদের সঙ্গে এবার দেখা করতে পারলাম না। কারণ এবার আমাকে মন্নতের বাইরে আসতে বারণ করা হয়েছে। আসলে আমি বেরলে নিরাপত্তার সমস্যা হতে পারে। ভিড় সামলানো কঠিন হবে। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।'
আজ ষাটে পা দিয়েছেন শাহরুখ। নিজের ফিল্মি কেরিয়ারেও তিনি তাঁর বিগত ছবিগুলিতে আরও বেশি করে যেন বুঝিয়ে দিয়েছেন বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। তাঁর জন্মদিনেই প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘কিং’-এর টিজার। সেই টিজারেও বরাবরের মতোই ঝড় তুলেছেন বাদশা। বুঝিয়ে দিয়েছেন পুরনো চাল ঠিক কতটা ভাতে বাড়ে। এদিন মন্নতের বাইরে তাঁর দেখা না মিললেও এই টিজারই বা কম প্রাপ্তি কী!
