সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বিয়েবাড়ি। মঞ্চে দাঁড়িয়ে কনে। তাঁর হাত ধরে দাঁড়িয়ে শাহরুখ খান। লাজুক কনের আবদার, 'একবার বলুন যুবা কেশরী'। আবদার রাখলেন না। সেকথা শুনে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসলেন। জবাবও দিলেন। সেই ভিডিও ভাইরালও হল নিমেষে। 'কিং' খানের ভাইরাল ভিডিও বলে কথা, তাই তা নিয়ে কাটাছেঁড়া হবে না, তা কি হয়? হচ্ছেও তাই। বাদশা মন জয় করলেন কারও, আবার কারও গলায় সমালোচনার সুর।
'যুবা কেশরী' তামাকজাত সামগ্রীর বিজ্ঞাপনের ট্যাগলাইন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কনে তাঁকে বারবার সেকথা বলতে অনুরোধ করেন। কনের আবদারে 'কিং'য়ের জবাব, "একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি তখন নিই আমি। বাবাকেও বলে দিও।" বিয়েবাড়িতে থাকা সকলে তারস্বরে হেসে ওঠেন।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুরু হয়েছে জোর কাটাছেঁড়া। কেউ কেউ বলছেন, "কথায় কথায় খালি টাকার কথা বলছেন। এই বলিউড বাদশার রূপ?" আবার কেউ কেউ অতীতে বিয়েবাড়ির অনুষ্ঠান ভিডিও পোস্ট করেছেন। বলছেন, "অনেক বিয়েবাড়িতেই তো নাচেন, এই অনুষ্ঠানটিতে নাচতে কীসের সমস্যা?" কেউ আবার বলছেন, "ইচ্ছা করে নিজের দর বাড়াচ্ছেন?" আবার 'আদিখ্যেতা' বলে নাক সিঁটকোচ্ছেন বহু নেটিজেন।
তবে 'কিং'য়ের অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। ভুলভাল আবদার বলেই বাদশা সাড়া দেননি বলেই মত অনুরাগীদের। তাঁদের মতে, "নাচ করতেই বলতে পারতেন। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন কেন বলবেন?" বলে রাখা ভালো, অতীতে এই বিজ্ঞাপন নিয়ে নানা জটিলতা দানা বাঁধে। আইনি নোটিসও পান তিনি। তারপরেও এমন বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধ কি সত্য়িই যথোপযুক্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন।
