shono
Advertisement
Shaktimaan

'শক্তিমান' মুকেশ খান্নাই! বড় ঘোষণা অভিনেতার, তবে ফিরবেন নতুন মাধ্যমে

১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত চলেছিল 'শক্তিমান'।
Published By: Arani BhattacharyaPosted: 01:01 PM May 21, 2025Updated: 02:04 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকের শিশুদের রবিবারগুলো ছিল একেবারে অন্যরকম। টিভির পর্দায় সুপারহিরো 'শক্তিমান' (Shaktimaan) ছাড়া উইকএন্ডটা যেন জমত না। সেইসময় এই টিভি শো ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে শুধুমাত্র শিশুরাই নয় চরিত্রাভিনেতা মুকেশ খান্নার ভক্ত হয়ে উঠেছিল আট থেকে আশি। নানা জল্পনার অবসান ঘটিয়ে আবারও ফিরছে সেই জনপ্রিয় অনুষ্ঠান। 'শক্তিমান' সেই মুকেশ খান্নাই। তবে এবার টিভির পর্দায় নয়। অন্য ফরম্যাটে তাঁকে পাবেন তাঁর অনুরাগীরা। এবার পকেট এফএমের নতুন অডিয়ো সিরিজে আসছে 'শক্তিমান'। কন্ঠ দেবেন মুকেশ খান্না (Mukesh Khanna) নিজেই।

Advertisement

মুকেশ খান্না, ছবি: ইনস্টাগ্রাম

'শক্তিমান' শুধুমাত্রই একটি টিভি সিরিজ ছিল না। লক্ষ ভক্ত ছিল এই সুপারহিরোর। আর তা নতুনভাবে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে নতুন ও পুরনো দুই প্রজন্মকেই এক সুতোয় বাঁধার কথা বলেছেন অভিনেতা। এর আগে 'শক্তিমান' নিয়ে ছবি তৈরির কথা শোনা গিয়েছিল। শুধু তাই নয়, রণবীর সিং সেই ছবিতে শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন বলেও শোনা গিয়েছিল। কিন্তু তা শেষ অবধি হয়নি। পরে মুকেশ খান্না নিজেই এই চরিত্রে অভিনয়ের কথা জানালে দর্শকমহলে নানা প্রশ্ন উঁকি দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পর্দার একদা সুপারহিরোর বয়স বেড়েছে। তাই এই চরিত্রে এই সময়ে তিনি কতটা উপযুক্ত সেই নিয়েও প্রশ্ন ওঠে। হয়তো সেই বিষয় নিজেও কিছুটা বুঝতে পেরেছিলেন মুকেশ খান্না। তবে নিজের সিদ্ধান্তে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফরম্যাটে নিজেই এই চরিত্রের সঙ্গে সুবিচার করলেন।

১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত চলেছিল 'শক্তিমান'। নতুন কাজ ২০২৭ সালের মধ্যে ফের নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে চান মুকেশ। ভীষ্ম ইন্টারন্যাশনালের সঙ্গে অভিনেতার যৌথ উদ্যোগে হতে চলেছে এই অনুষ্ঠান। নতুন অ্যাডভেঞ্চারের মোড়কে নতুন গল্প বলবে 'শক্তিমান'-এর নতুন অডিয়ো সিরিজ।যা শুনবে এই যুগের শিশুরা। শুনবে আজকের বড়রা, যারা একদিন ছিল শক্তিমানের মুগ্ধ ভক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'শক্তিমান' সেই মুকেশ খান্নাই। তবে এবার টিভির পর্দায় নয়। অন্য ফরম্যাটে তাঁকে পাবেন তাঁর অনুরাগীরা।
  • এবার পকেট এফএমের নতুন অডিয়ো সিরিজে আসছে 'শক্তিমান'।
  • কন্ঠ দেবেন মুকেশ খান্না নিজেই।
Advertisement