shono
Advertisement
Shashi Tharoor

শাহরুখপুত্র আরিয়ানকে 'কুর্নিশ', আচমকা কী হল শশী থারুরের?

শাহরুখ খানকেও বিশেষ বার্তা থারুরের।
Published By: Sayani SenPosted: 01:13 PM Oct 27, 2025Updated: 01:13 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান পরিচালিত 'দ্য ব্যাডস অফ বলিউড'। যা নিয়ে চলছে বেশ চর্চা। কেউ বলছেন ভালো। আবার কেউ কেউ ভ্রূ কুঁচকোচ্ছেন। তবে সমালোচকদের এক্বেবারে বুড়ো আঙুল দেখিয়ে শাহরুখপুত্রকে দরাজ সার্টিফিকেট দিলেন শশী থারুর।

Advertisement

সম্প্রতি X হ্যান্ডলে তিনি লেখেন, "দু'দিন আগে সর্দি, কাশি হয়েছিল বলে সমস্ত কাজকর্ম বাতিল করি। আমার বোন, কর্মী কম্পিউটার থেকে নজর ঘুরিয়ে নেটফ্লিক্সের সিরিজের দিকে আনে। সদ্যই আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' দেখা শেষ করলাম। আমি প্রশংসার ভাষা হারিয়ে ফেলছি। সংলাপের ক্ষুরধার বাঁধুনি, পরিচালনা নির্ভীক। বিদ্রুপ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসাধারণ কাজ করেছো। সিরিজের সাতটি পর্ব দেখে আরিয়ান খানকে কুর্নিশ।" সবশেষে শাহরুখকে ট্যাগ করে শশী আরও লেখেন, "একজন বাবা হিসাবে আরেক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত।"


উল্লেখ্য, প্রথম সিরিজ পরিচালনাতেই নিজের হাতযশ দেখিয়েছেন আরিয়ান। বলিউডের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন আরিয়ান তাঁর সিরিজে। যেখানে উঠে এসেছে নেপোটিজম থেকে শুরু করে বলিউডের অন্দরে চলা নানা বিতর্কিত বিষয়। এই সিরিজ নিয়ে জলঘোলাও কম হয়নি। আরিয়ানের গ্রেপ্তারির সময়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, তিনি বেছে বেছে শুধু বলিউড তারকাদেরই ‘টার্গেট’ করেন। সেই বিষয়টিও এক ব্যঙ্গাত্মক সংলাপের মাধ্যমে সিরিজে রেখেছেন আরিয়ান খান। আর সেসব দেখেই মহাক্ষিপ্ত সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিরিজ নিষিদ্ধ করার আবেদন জানান এবং ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। যদিও তা পরবর্তীতে একেবারেই ধোপে টেকেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহরুখপুত্রকে দরাজ সার্টিফিকেট দিলেন শশী থারুর।
  • আরিয়ান খানকে কুর্নিশ জানালেন তিনি।
  • শাহরুখকেও বিশেষ বার্তা শশী থারুরের।
Advertisement