shono
Advertisement
Shefali Shah

'অক্ষয়ের মা হয়েছিলাম জেদ করে! নিজের কবর নিজেই খুঁড়েছি', কেন এমন আক্ষেপ শেফালি শাহর?

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দিল্লি ক্রাইম’-এর তৃতীয় সিজনেও অনবদ্য কাজ করেছেন অভিনেত্রী।
Published By: Biswadip DeyPosted: 04:02 PM Nov 23, 2025Updated: 04:50 PM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজে ফের সকলকে চমকে দিয়েছেন শেফালি শাহ (Shefali Shah)। বলিষ্ঠ এই অভিনেত্রী দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এহেন সাফল্যের মধ্যেও নিজের কেরিয়ারের কোনও কোনও সিদ্ধান্তে একদমই খুশি নন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দুই দশক আগে 'ওয়াক্ত: দ্য রেস' ছবিতে অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন একরকম জেদ করেই। অভিনেত্রীর কথায়, ''নিজের কবর আমি নিজেই খুঁড়েছিলাম।''

Advertisement

ঠিক কী বলেছেন শেফালি? আসলে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত 'ওয়াক্ত: দ্য রেস' নামের ছবিটি পরিচালনা করেন তাঁর স্বামী বিপুল অমৃতলাল শাহ। অমিতাভ বচ্চন চেয়েছিলেন ছবিতে তাঁর স্ত্রী ও অক্ষয় কুমারের মায়ের চরিত্রটিতে অভিনয় করুন শেফালি। কিন্তু খোদ পরিচালক না চাননি! শেফালি বলছেন, ''আমার স্বামী আমাকে বলেছিল, তুমি ওই চরিত্রে অভিনয় কোরো না। কিন্তু অমিতজি ওকে বলেন, তুমি শেফালিতে নিতে চাইছ না কেন। ও বলেছিল, আমাকে এই চরিত্রটায় মানাবে না। একদিন আমি মাথায় পাউডার লাগিয়ে ওকে বললাম, এই দেখো আমাকে কেমন বয়স্ক ও পরিণত লাগছে। কিন্তু ও নাছোড়বান্দা। বলে চলল, তুমি তবু চরিত্রটা কোরো না। কিন্তু আমিও জেদ ধরলাম। বারবার বললাম, আমি করবই। কী করে বুঝব আসলে নিজের কবর নিজেই খুঁড়ছি।''

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'সত্যা'-তে মনোজ বাজপেয়ীর বিপরীতে অসাধারণ অভিনয় করেন শেফালি। যদিও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে সময় লেগেছে। 'ওয়াক্ত' ছবিতে কাজ করার সময় তাঁর বয়স ছিল ২৮। অক্ষয়ের বয়স ছিল তাঁর চেয়েও বেশি! 'খিলাড়ি'র মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেলেও স্ট্রাগল করতে হয়েছিল প্রবল। তবু তিনি খুশি, শেষপর্যন্ত 'গান্ধী মাই ফাদার', 'দ্য লাস্ট লিয়ার', 'থ্রি অফ আস'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। তবে এখনও 'ওয়াক্ত'-এর মতো ছবি দেখতে বসলে তিনি অস্বস্তিতে পড়বেন, মনে করছেন শেফালি। প্রসঙ্গত, ঋতুপর্ণ ঘোষের 'দ্য লাস্ট লিয়ার'-এ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেফালি শাহ জানাচ্ছেন 'ওয়াক্ত: দ্য রেস' ছবিতে অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন একরকম জেদ করেই।
  • অভিনেত্রীর কথায়, ''নিজের কবর আমি নিজেই খুঁড়েছিলাম।''
  • ছবিতে কাজ করার সময় তাঁর বয়স ছিল ২৮। অক্ষয়ের বয়স ছিল তাঁর চেয়েও বেশি!
Advertisement