shono
Advertisement
Shefali Shah-Harsh Chhaya

'পরকীয়ায় মজে স্বামীকে ছেড়ে এখন গল্প দিচ্ছে', নাম না করেই প্রাক্তন স্ত্রী শেফালিকে বিঁধলেন হর্ষ

প্রায় ছ'বছরের দাম্পত্যের পর পথ আলাদা হয়েছিল অভিনেত্রী শেফালি শাহ ও হর্ষ ছায়ার।
Published By: Arani BhattacharyaPosted: 09:56 PM Dec 23, 2025Updated: 09:56 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছ'বছরের দাম্পত্যের পর পথ আলাদা হয়েছিল তাঁদের দু'জনের। তাঁরা অভিনেত্রী শেফালি শাহ ও হর্ষ ছায়া। ২০০০ সালে যখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয় তখন তা নিয়ে তুমুল চর্চা হয়েছিল। হর্ষের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শেফালি। দীর্ঘ বছর পর এই নিয়ে জল্পনা উসকে দিয়েছে হর্ষের একটি পোস্ট। নাম না করেই সম্প্রতি একটি পোস্ট করেন হর্ষ। যা দেখে বোঝা গিয়েছে এই পোস্টে তিনি প্রাক্তন স্ত্রীয়ের কথাই বলতে চেয়েছেন। যদিও সেই পোস্টের অস্তিত্ব পরে আর পাওয়া যায়নি। তবে পোস্ট মুছে ফেললেও তার স্ক্রিনশট হাতে হাতে ঘুরছে। ঠিক কী হয়েছে সেই পোস্টের পর?

Advertisement

সম্প্রতি একটি পোস্টে হর্ষ নাম না করে লেখেন, '২৫-৩০ বছর আগের একটি ঘটনা। এক অভিনেতা দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছিল। সেইসময় সেই খবর ছিল চর্চায়। এই ঘটনার দু'টি মানুষের মধ্যে একজন আর এই নিয়ে কোনও চর্চা করতেই চান না। আর একজন সুযোগ পেলেই বিবাহবিচ্ছেদের ঘতনাকে বারবার তুলে ধরে নিজের ইচ্ছামত বলে চলেছেন যে, তাঁর বিবাহিত জীবিন, প্রাক্তন স্বামী ঠিক কতটা খারাপ ছিলেন। এমনকী সেই অভিনেত্রী বারবার অভিযোগ করেন যে, তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। সেই অভিযোগও একেবারে ঠিক নয়। নিজে সেইসময় এক পরিচালক-প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই কারণেই দাম্পত্য ভেঙেছিলেন অভিনেত্রী।'

 

হর্ষের সেই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন করেন, তিনি কি শেফালির কথাই বলছেন? কেউ আবার লেখেন, 'এতবছর পরও শেফালি তাঁর প্রাক্তনের কথাই বলে চলেছেন।'। কেউ আবার মন্তব্য করেন যে, 'ছবির প্রচারে নিজেকে শক্তিশালী নারী প্রমাণ করার জন্য এভাবে গল্প শুনিয়ে যেতে হবে? প্রাক্তন স্বামী যদি মুখ খোলেন শেফালি তখন কী করবেন?' উল্লেখ্য পরিচালক-প্রযোজক বিপুল শাহের সঙ্গে এই মুহূর্তে দাম্পত্য জীবন কাটাচ্ছেন শেফালি। নেটিজেনদের মতে তাঁদের দু'জনের দাম্পত্য নিয়ে সাম্প্রতিককালের এই পোস্ট নতুন করে চর্চা উসকে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০০ সালে যখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয় তখন তা নিয়ে তুমুল চর্চা হয়েছিল।
  • হর্ষের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শেফালি।
  • দীর্ঘ বছর পর এই নিয়ে জল্পনা উসকে দিয়েছে হর্ষের একটি পোস্ট।
Advertisement