shono
Advertisement
Aamar Boss

টলিউডে 'নয়া রকস্টার' শিবপ্রসাদ, স্বামীর ব্রেকডান্স দেখে জিনিয়া বলছেন, 'কোন বহুরূপীর সঙ্গে বাস?'

একই অঙ্গে 'বহু রূপ'! শিবপ্রসাদের নাচ দেখে সরগরম নেটপাড়া।
Published By: Sandipta BhanjaPosted: 02:24 PM May 03, 2025Updated: 02:27 PM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রামধনু'র সুবোধ, নিপাট শান্তশিষ্ট লাল্টু দত্ত থেকে 'কণ্ঠ'র ল্যারিঞ্জিক্যাল ক্যানসারে আক্রান্ত রেডিও জকি অর্জুন মল্লিক কিংবা 'বহুরূপী'র ডাকাত বিক্রম, একই অঙ্গে বহু রূপ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। 'আমার বস'-এর অনিমেষও যে এক্ষেত্রে ব্যতিক্রম হবে না, সেটা ঝলক দেখেই বোঝা গিয়েছে। আর শুক্রবার ভোর সাড়ে তিনটেয় বেঙ্গালুরু থেকে ফিরে ক্লান্ত শরীরেও ফ্ল্যাশ মবে যে ব্রেকডান্স দেখালেন, তাতে পরিচালকের ঘনিষ্ঠবৃত্তও অবাক! 'এটা কোন শিবু?', কৌতূহলের ভীড়। সেক্টর ফাইভের ব্যস্ত বিকেলে 'আমার বস'-এর 'হোক স্টার্ট-আপ' গানে যে নাচ দেখালেন, তাতে ইন্ডাস্ট্রির অন্দরেও শোরগোল ফেলে দিয়েছেন পরিচালক-অভিনেতা তথা প্রযোজক।

Advertisement

শিবপ্রসাদ যে এত ভালো নাচ করতে পারেন, সেই 'সুপ্ত ট্যালেন্ট'-এর সাক্ষী বোধহয় এযাবৎকাল হাতে গোনা ছিল়। তবে এদিন ব্রেকডান্সের সাবলীল বডি ল্যাঙ্গুয়েজে সমস্ত 'স্পটলাইট' কেড়ে নিলেন তিনি। ৩মে 'আমার বস' টিম নিয়ে নন্দিতা-শিবপ্রসাদ যখন রাজ্যসভায় বিশেষ স্ক্রিনিংয়ে ব্যস্ত, তখন তাঁর ফাঁকেই ফোনে ধরা দিয়ে স্ত্রী জিনিয়া সেন সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন, "শিবুকে কোনওদিনই আমি নাচতে দেখিনি। তবে নাচ নিয়ে ওঁর একটা আলাদা প্যাশন রয়েছে। আমাদের কোনও ছবির নাচ যখন কোরিওগ্রাফ হয়, তখন দেখি শিবু ভীষণ ইন্টারেস্ট নিয়ে সেগুলোর সঙ্গে যুক্ত থাকে। 'রঙ্গবতী'র সময়েও দেখেছি রাতভর গানের শুটিং করেছিল। এমনকী 'রক্তবীজ ২' ছবিতেও নুসরতের (জাহান) একটা আইটেম ডান্স রয়েছে, সেক্ষেত্রেও শুরু থেকে শেষ অবধি ডান্স কোরিওগ্রাফের সমস্ত খুটিনাঁটি ওঁর জানা। তবে শুক্রবারের পারফরম্যান্সটা একেবারেই তাৎক্ষণিক।"

জিনিয়ার সংযোজন, "এই পারফরমেন্স দেখে মনে মনে ভাবছি, কোন বহুরূপীর সাথে থাকছি! না না, বহুরূপী না, সবার বস, অনেক ক্ষেত্রে আমারও।" এদিন শিবপ্রসাদের সঙ্গে ফ্ল্যাশ মবে শামিল হয়ে নাচতে দেখা যায় সৌরসেনী মৈত্র,. শ্রুতি দাস-সহ অন্যান্য অভিনেত্রীদের। আর পরিচালক-অভিনেতার এমন 'নায়কোচিত নাচ' দেখেই নেটপাড়া বলছে- 'টলিউডের নতুন সুপারস্টার।' ৯ মে প্রেক্ষাগৃহে আসছে 'আমার বস' তার প্রাক্কালেই শোরগোল ফেলে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রামধনু'র সুবোধ, নিপাট শান্তশিষ্ট লাল্টু দত্ত থেকে 'কণ্ঠ'র ল্যারিঞ্জিক্যাল ক্যানসারে আক্রান্ত রেডিও জকি অর্জুন মল্লিক কিংবা 'বহুরূপী'র ডাকাত বিক্রম, একই অঙ্গে বহু রূপ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।
  • শুক্রবার ভোর সাড়ে তিনটেয় বেঙ্গালুরু থেকে ফিরে ক্লান্ত শরীরেও ফ্ল্যাশ মবে যে ব্রেকডান্স দেখালেন, তাতে পরিচালকের ঘনিষ্ঠবৃত্তও অবাক!
Advertisement