সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ায় এক মাইলস্টোন তৈরি করেছিল রমেশ সিপ্পির ছবি 'শোলে'। আজও সেই ছবি দর্শকের মনে এক অন্য নস্ট্যালজিয়া, আবেগ অনুভূতি তৈরি করে। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ছবি পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। চলতি বছরে সেই ছবিরই পঞ্চাশ বছর। দেশ ও বিদেশের নামজাদা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে 'শোলে'। অন্যদিকে সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra Death)। তাঁর প্রয়াণে ভেঙেছে এই ছবির জয়-বীরুর জুটি। অন্যান্য চলচ্চিত্র উৎসবের সঙ্গে এবার পালা ছিল গোয়ায় আয়োজিত ৫৬তম 'ইফি'তেও (IFFI) প্রদর্শিত হবে এই ছবি। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না।
২৬ নভেম্বর দেশের এই নামজাদা চলচ্চিত্র উৎসবে 'শোলে'র প্রদর্শনী। অনেকের মনেই এই নিয়ে প্রশ্ন জেগেছে। কেন ৫৬ তম 'ইফি'তে প্রদর্শিত হচ্ছে না 'শোলে? সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার জেরেই নাকি ছবির প্রদর্শনী স্থগিত হয়েছে। এই খবরে রীতিমতো মন ভেঙেছে সিনে প্রেমীদের। বারবার দেখেও এই ছবি পুরনো হয়নি আজও কারও কাছে। ফের এই ছবি বড়পর্দায় দেখার উৎসাহ যেমন তাঁদের মধ্যে ছিল তেমনই ছিল ছবির আনকাট ভার্সন দেখার উৎসাহও ছিল সকলের মধ্যে। যদিও তা আর এই মুহূর্তে হচ্ছে না। উল্লেখ্য, নির্ধারিত ছিল এই চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শনীতে রেড কার্পেটে হাঁটবেন পরিচালক রমেশ সিপ্পি ও ধর্মেন্দ্রজায়া হেমা মালিনী। তবে সেসবে এখন আপাতত দাঁড়ি টানা হয়েছে। যদিও চলতি মাসে ধর্মেন্দ্র অসুস্থ হয়ে পরার পর থেকে হেমার উপস্থিতি নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'শোলে'। ইতিমধ্যেই টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই কালজয়ী ছবি। 'শোলে'র পঞ্চাশ বছর পূর্তিতে সাম্প্রতিককালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই ছবি প্রদর্শিত হয়েছে। বিশেষ আলোচনায় সেখানে 'শোলে' ছবির বিভিন্ন স্মৃতি ভাগ করে নিয়েছেন রমেশ সিপ্পি। একইভাবে নাকি 'ইফি'তেও এই ছবি নিয়ে পরিচালকের একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। যেখানে ছবির আইকনিক সেই মোটরবাইকটিও রাখা থাকবে বলেই জানা যাচ্ছে।
