shono
Advertisement
Kiara Advani-Sidharth Malhotra

প্রথমবার মেয়ের ছবি পোস্ট সিদ্ধার্থ-কিয়ারার, হিব্রু ভাষায় কী নাম রাখলেন 'রাজকন্যে'র?

সিড-কিয়ারার মেয়ের ছবিতে রয়েছে দারুণ টুইস্ট! কার মতো দেখতে হল?
Published By: Sandipta BhanjaPosted: 12:50 PM Nov 28, 2025Updated: 02:06 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মানেই তারকাদের 'বড়দিন'। সিদ্ধার্থ-কিয়ারার (Kiara Advani-Sidharth Malhotra) কাছেও ২৮ নভেম্বর, এই শুক্রবারটা স্মরণীয় হয়ে থাকবে। না, কোনও সিনেমার রিলিজ নয়, বরং মা-বাবা হিসেবে এটা তাঁদের কাছে 'বিগ ফ্রাইডে'। জুলাই মাসের এক শুক্রবার কন্যাকে নিয়ে গৃহপ্রবেশ করেছিলেন। সেই দিনটি ছিল ১৮ জুলাই। আর মেয়ের প্রথম ছবি দেখানো থেকে নামকরণের খবরও দিলেন সেই শুক্রবারেই। সাধ করে একরত্তি 'রাজকন্যে'র কী নাম রাখলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি?

Advertisement

কন্যাসন্তান পাঁচ মাসে পড়তেই নাম ঘোষণা করলেন বলিউডের তারকাদম্পতি। শুধু তাই নয়, প্রথমবার একরত্তির ঝলকও দেখালেন সিড-কিয়ারা। আর সেই ছবিতে কিন্তু দারুণ একটি টুইস্ট রয়েছে! যে মোজা হাতে 'মা-বাবা' হিসেবে নতুন ইনিংস শুরু করার খবর দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা, সেই ছোট্ট মোজা পরিয়েই দম্পতির হাতের তালুতে দেখা গেল ফুটফুটে রাজকন্যের তুলতুলে পা। নিজেদের নামের সঙ্গে মিলিয়ে সিদ্ধার্থ-কিয়ারা মেয়ের নাম রেখেছেন- সারায়া মালহোত্রা। জানা গেল, হিব্রু শব্দ 'সারাহ' থেকে অনুপ্রাণিত হয়েই এই নামকরণ করেছেন তারকাদম্পতি। যার অর্থ, 'ঈশ্বরের আশীর্বাদধন্যা রাজকন্যে'।

সিদ্ধার্থ-কিয়ারা (ছবি- সংগৃহীত)

গত ১৫ জুলাই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। হিসেব মতো খুদের বয়স এখন পাঁচ মাস। ছয়ে পড়ার আগেই সন্তানের নাম ঘোষণা করে সোশাল পাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউডের 'স্টার' দম্পতি। খুদে 'সারায়া'কে স্বাগত জানিয়ে আদরে ভরিয়ে দিলেন সিনেইন্ডাস্ট্রির 'মামা-মাসি'রা। করণ জোহর, আথিয়া শেট্টি, বরুণ ধাওয়ান, মণীশ মালহোত্রা থেকে শুরু করে রাজকুমার-পত্রলেখা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মা-বাবা সিদ্ধার্থ-কিয়ারার পোস্টে।

মেয়ে হওয়ার পর তারকাদম্পতি জানিয়েছিলেন, 'চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।' পরবর্তীতে ছবিশিকারিদের মিষ্টিমুখ করিয়ে সন্তানের ছবি তোলায় বিধিনিষেধ জারি করেন সিদ্ধার্থ-কিয়ারা। পাপারাজ্জিদের বিলোনো গোলাপি রঙের মিষ্টির প্যাকেটে লেখা ছিল- 'আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনও ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কন্যাসন্তান পাঁচ মাসে পড়তেই নাম ঘোষণা করলেন বলিউডের তারকাদম্পতি।
  • প্রথমবার একরত্তির ঝলকও দেখালেন সিড-কিয়ারা। সিদ্ধার্থ-কিয়ারা মেয়ের নাম রেখেছেন- সারাইয়া মালহোত্রা।
  • হিব্রু শব্দ 'সারাহ' থেকে অনুপ্রাণিত হয়েই এই নামকরণ করেছেন তারকাদম্পতি। যারল অর্থ, 'ঈশ্বরের আশীর্বাদধন্যা রাজকন্যে'।
Advertisement