সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ২৯ মে দুষ্কৃতিদের হামলায় প্রাণ হারান পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)। কিন্তু প্রয়াণের পরও দর্শক-শ্রোতার দরবারে আজও তাঁর সমান জনপ্রিয়তা, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। পাঞ্জাবের মানুষ তো বটেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য শ্রোতা। আর তাঁরা প্রত্যেকেই গায়কের মুক্তি না পাওয়া গান 'বারোতা'র (Barota) অপেক্ষায় ছিলেন বলা যায়। সেই অপেক্ষার অবসান ঘটল শুক্রবার। মুক্তি পেল সিধুর মিউজিক ভিডিও আকারে সেই গান 'বারোতা'।
এই মিউজিক ভিডিও মুক্তির পর সেই ভিডিওতে উপচে পড়েছে অনুরাগীদের ভালোবাসা। সিধুর নতুন সেই গান মুক্তির পর যে এতটুকু কমেনি এবার তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। দশ লক্ষের অধিক কমেন্টে প্রিয় গায়ককে অসময়ে হারানোর কষ্ট ফুটে উঠেছে। কেউ মন্তব্য করেছেন, 'সিধুর মতো গায়কের গান সবসময় হিট।', কেউ আবার বলেছেন, 'সিধুর জায়গা কেউ নিতে পারবে না। তাঁর জনপ্রিয়তা চিরকাল একই থাকবে।' কেউ আবার পছন্দের গায়ককে যে ভীষণ মিস করছেন সে কথাও বলেছেন। শুধু তাই নয়, সিধুর সেই গানের ভিউজ চব্বিশ ঘণ্টা হওয়ার আগেই পেরিয়েছে এক কোটি তিরিশ লক্ষ। এই মিউজিক ভিডিতে অভিনেত্রী সুইতাজ ব্রারের অভিনয়ও বিশেষ নজর কেড়েছে। উল্লেখ্য, সিধু এই গান গেয়েছেন এমন নয়, সঙ্গীত পরিচালনার দায়িত্বও পুরোটা সামলেছেন তিনি। এই গানের গোটা ভিডিওতেই ফুটে উঠেছে অব্যক্ত এক ভালোবাসার কথা।
২০২২ সালের মে মাসে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল পাঞ্জাবী সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। দু’ ডজনেরও বেশি গুলি তাঁর শরীরকে বিদ্ধ করেছিল। যার মধ্যে একটি লাগে মাথায়। আর এই অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় তাঁর। নিরাপত্তা প্রত্যাহারের পরেরদিনই খুন হন সিধু। ওই বছরই সিধুর নতুন জীবন শুরু করার কথাও ছিল। গাঁটছড়া বাঁধার কথা ছিল প্রেমিকা আমনদীপ কৌরের সঙ্গে। নভেম্বরে নির্ধারিত হয়েছিল তাঁদের বিয়ের দিন। কিন্তু তার আগেই হয় জীবনের ছন্দপতন।
