shono
Advertisement
Antara Mitra Wedding

আজ রাতেই অন্তরা মিত্রর বিয়ে, কার গলায় মালা দেবেন জনপ্রিয় গায়িকা?

পরিবার, ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন অন্তরা।
Published By: Sandipta BhanjaPosted: 06:41 PM Nov 25, 2025Updated: 07:05 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অন্তরা মিত্র। দিন দুয়েক ধরেই অবশ্য কানাঘুষো সঙ্গীতশিল্পীর সাতপাক ঘোরার গুঞ্জন। তবে মঙ্গলবার জল্পনায় সিলমোহর। এদিন রাতেই নবপরিণীতা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অন্তরা। গায়িকার 'শুভ পরিণয়ে'র সাক্ষী থাকবেন সঙ্গীতজগৎ এবং সিনেমহলের ঘনিষ্ঠ বন্ধুরা।

Advertisement

সূত্রের খবর, বাইপাস-সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছে বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন অন্তরা মিত্র। সোমবার থেকেই শুরু হয়েছে গায়িকার 'বিবাহ অভিযান'। পাত্র ও কনে পক্ষের আশীর্বাদ পর্ব মেটার পর রকমারি ব্যাঞ্জন সাজিয়ে হবু দম্পতির জন্য আইবুড়োভাতের আয়োজনও করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানের জন্য বেগুনি সিল্কের শাড়ি বেছে নিলেও বিয়ের আসরে অন্তরাকে লাল টুকটুকে বেনারসিতে দেখা যাবে বলে জানা গেল। মঙ্গলবার সাতসকালে বাইপাস-সংলগ্ন হোটেলে গায়ে হলুদ হল গায়িকার। বিয়ের দিন সকালে লাল পাড় সাদা শাড়িতে, কনের মুকুট পরনে দেখা যায় অন্তরাকে।

অন্তরা এবং শৌর্য (ছবি- সংগৃহীত)

উল্লেখ্য, অন্তরা মিত্রকে বর্তমানে 'সা রে গা মা পা'র বিচারকের আসনে দেখা যাচ্ছে। এছাড়াও বাংলার গণ্ডি পেরিয়ে বহু আগেই মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় প্লেব্যাক গায়িকা হিসেবে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। স্বাভাবিকভাবেই খ্যাতনামা গায়িকার হবু স্বামীকে নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। জানা গেল, পাত্র সিনেদুনিয়া কিংবা সুরের জগতের কেউ নন। নাম শৌর্য। আইটি পেশায় যুক্ত তিনি। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। সূত্রের খবর, গায়িকার সঙ্গে মন বিনিময় হয়েছে মাত্র মাসখানেক হল। এবার বন্ধুত্ব-প্রেমের সম্পর্ককে আরও পোক্ত করতে বিয়ের পিঁড়িতে অন্তরা-শৌর্য। মঙ্গলবার রাতে মালবদলের পর অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘুরবেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার রাতে নবপরিণীতা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অন্তরা মিত্র।
  • বাইপাস-সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছে বিয়ের আসর।
  • পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন অন্তরা মিত্র।
Advertisement