shono
Advertisement

Breaking News

Rupam Islam

'হচ্ছেটা কী? অজ্ঞ-নির্বোধ!' বাংলা-বাংলাদেশি ভাষা বিতর্কে এবার সুর চড়ালেন রূপম ইসলাম

কী বললেন বাংলার রকস্টার?
Published By: Arani BhattacharyaPosted: 07:32 PM Aug 03, 2025Updated: 07:46 PM Aug 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘বাংলা ভাষার 'অপমানে' গর্জে উঠল বাংলার সংস্কৃতি মহল। মাতৃভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা! ফের কাঠগড়ায় দিল্লি পুলিশ। বঙ্গভবনে পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেসব নথিগুলি বাংলা ভাষায় লেখা। আর সেই সব নথির তথ্য যাচাইয়ের জন্যই একজন ট্রান্সসেলেটর দরকার। আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল। এবার এই নিয়ে সরব হলেন বাংলার রকস্টার রূপম ইসলাম।

Advertisement

এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে রীতিমতো নিজের ক্ষোভ উগড়ে দেন রূপম। ওই চিঠিটি পুনরায় পোস্ট করে রূপম লেখেন, 'এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!'

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনার বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার গায়ক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে।
  • ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল।
  • এবার এই নিয়ে সরব হলেন বাংলার রকস্টার রূপম ইসলাম।
Advertisement