সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদ কেটে গিয়েছে। দ্রুত সেরে উঠছেন অভিনেতা সইফ আলি খান। রবিবার উদ্বিগ্ন অনুরাগীদের এই খবর দিলেন বোন সোহা আলি খান।
তিনি জানান, "আমরা খুবই আনন্দিত যে দাদা (সইফ আলি খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনও বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যাঁরা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই।" এদিকে, সইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই রবিবার হাসপাতালে যান করিনা কাপুর। সঙ্গে ছিল তাঁর দুই ছেলে তৈমুর ও জে। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরির ঘায়ে জখম হন অভিনেতা। তাঁকে কমপক্ষে ৬ বার ছুরিকাঘাত করে আততায়ী। তিনদিন পর রবিবার সকালে গ্রেপ্তার হয় অভিযুক্ত। মহম্মদ সরিফুল শেহজাদকে গ্রেপ্তার করে বান্দ্রা থানার পুলিশ। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, আততায়ী বাংলাদেশের নাগরিক। সে অনুপ্রবেশকারী বলেই মনে করা হয়েছে। সইফের উপর হামলার কারণ, এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অভিনেতার উপর হামলার নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সে কারণে আততায়ীকে ৫ দিন নিজেদের হেফাজতে রেখে জেরা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে হামলা চালাল সে, তা খতিয়ে দেখা হচ্ছে।
