shono
Advertisement
SRK and Salman

আবু ধাবির মিউজিয়ামে শাহরুখ-সলমন! ডাইনো-ফসিলসের সামনে খানদের দেখে মুগ্ধ নেটপাড়া

ক'দিন আগেই দিল্লির এক বিয়েবাড়িতে শাহরুখ-সলমনের নাচ ভাইরাল হয়েছিল।
Published By: Biswadip DeyPosted: 05:51 PM Nov 23, 2025Updated: 05:51 PM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকেরও বেশি সময় ধরে তাঁরা রয়েছেন রুপোলি পর্দার সম্মোহনী দুনিয়ায়। কিন্তু আজও তাঁদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাঁরা শাহরুখ ও সলমন- দুই খানকে এবার দেখা গেল আবু ধাবির মিউজিয়ামে। ভাইরাল হল সেই পোস্টও।

Advertisement

সম্প্রতি দুই বন্ধুকে বারবারই একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবার তাঁরাই গেলেন আবু ধাবির হিস্ট্রি মিউজিয়ামে। সেখানে অতিরিক্ত ডাইনোসরের ফসিলসের সামনে দাঁড়িয়ে পোজও দিলেন দু'জনে। নেটিজেনরা মুগ্ধ হয়েছেন দুই তারকাকে দেখে। অনেকে মজাও করেছেন। একজন লেখেন, 'এখন তো গৌরীর চেয়ে সলমনের সঙ্গে বেশি ছবি দিচ্ছেন শাহরুখ।' একথা সত্যিই, ইদানীং তাঁদের অনেক জায়গাতেই একসঙ্গে দেখা গিয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য, সম্প্রতি দিল্লির এক বিয়েবাড়িতে নেচে ওঠেন দুই সুপারস্টার। সেটাও সলমনের বিখ্যাত গানে। ‘ও ও জানে জানা’ গানটি আজ নস্ট্যালজিয়া। কিন্তু গত শতকের শেষদিকে এই গানে ‘শার্টলেস’ সলমনের লিপে গানটি হইহই ফেলে দিয়েছিল। কেবল গান নয়, গানের সঙ্গে ‘ভাইজান’-এর স্টেপগুলিও মুগ্ধ করেছিল সকলকে। এতদিন বাদেও সলমন দেখালেন তিনি সেই স্টেপ ভোলেননি। কিন্তু এর চেয়েও যেটা সবচেয়ে বেশি অবাক করছে সেটা শাহরুখের নাচ। নেটিজেনরা প্রশ্ন করছেন, ‘শাহরুখের প্রতি মুগ্ধতা। সলমনের গানের স্টেপও তিনি মনে রেখেছেন।’ ‘কিং’-এর আরেক ভক্তের কমেন্ট, ‘শাহরুখ কী করে পারলেন এতদিন পরেও স্টেপগুলি মনে রাখতে!’ প্রসঙ্গত, ওই গান ছাড়াও শাহরুখ ও সলমন সেদিন আরও বেশ কিছু গানে কোমর দুলিয়েছিলেন।

উল্লেখ্য বলিউডের 'করণ-অর্জুন' হয়ে আজও মধ্যগগনেই রয়েছন শাহরুখ-সলমন। যদি সম্প্রতি শাহরুখের ছবি 'ভাইজান'-এর ছবির চেয়ে অনেক বেশি ব্যবসা করেছে। অন্যদিকে সলমন তাঁর প্রত্যাশিত সাফল্যের ধারেকাছে পৌঁছতে পারেননি। তবু এত বছরের সাফল্যের নিরিখে ওই ব্যর্থতার খতিয়ান খুব বেশি নয় বলে মনে করেন তাঁর অনুরাগীরা। তাই শাহরুখের সঙ্গে তাঁকে দেখতে পাওয়া মানেই তিন দশকের মুগ্ধতা নতুন মাত্রা পায়। দুই খানের ছবি দেখে নেট ভুবনের মন্তব্যই প্রমাণ করে দেয়, 'দিন অউর রাত তো লোগো কা হোতা হ্যায়, শেরো কা জমানা হোতা হ্যায়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন দশকেরও বেশি সময় ধরে তাঁরা রয়েছেন রুপোলি পর্দার সম্মোহনী দুনিয়ায়।
  • আজও তাঁদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাঁরা শাহরুখ ও সলমন।
  • দুই খানকে এবার দেখা গেল আবু ধাবির মিউজিয়ামে। ভাইরাল হল সেই পোস্টও।
Advertisement